পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় ১০২ পিস ইয়বাসহ বখতিয়ার শরীফ (৫২) নামে এক মাদক কাারবারি কে করেছে থানা পুলিশ।শুক্রবার রাত দেড়টার দিকে তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয় ।
বকতিয়ার ভান্ডারিয়া পৌর শহরের কলেজ মোড় এলাকার জামিরতলা এলাকার মৃত আব্দুল কাদের শরীফের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, পৌর শহরের জামিরতলা এলাকার রাস্তায় ৪/৫ জনের একটি দল মাদক ক্রয়-বিক্রয় করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান করে বখতিয়ার হোসেনকে গ্রেপ্তার করা হলেেও অন্যরা পালিয়ে যায়। এসময় বখতিয়ার দেহ তল্লাশি করে ১০২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ভাণ্ডারিয়া থানা অফিসার ইন চার্জ (ওসি) মাসুমুর রহমান বিশ্বাস বরিশাল টাইমসকে জানান, গ্রেপ্তার হওয়া
রখতিয়ার একজন নিয়মিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ৪টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া সে একটি অস্ত্র মামলায় ১৪ বছর সাজা ভোগ করে কারাগার থেকে বের হয়েছে।
এ বিষয়ে বখতিয়ার শরীফের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।