#

 

#

ইয়াবা ও টাকাসহ আটকের পর সেগুলো রেখে দুই ব্যক্তিকে ছেড়ে দেয়ার অভিযোগে তিন পুলিশ সদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তাদের সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হলেও বিষয়টি মঙ্গলবার সকালে নিশ্চিত করেছেন চট্টগ্রাম সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু।

গ্রেপ্তার পুলিশ সদস্যরা হলেন শাহ মোহাম্মদ হাসান, আরাফাত নাজিম উদ্দীন এবং বিমল চাকমা। তারা সাতকানিয়া থানার ঢেমশা তদন্ত কেন্দ্রের কনস্টেবল। গ্রেপ্তার অন্য তিনজন হলেন মাদকসহ আটক মো. বেলাল ও মো. আরাফাত এবং তাদের সহযোগী নেজাম উদ্দিন।

থানা সূত্রে জানা গেছে, গত ৬ আগস্ট নাপিতের চর থেকে ২৪০ পিস ইয়াবা ও এক লাখ টাকাসহ বেলাল ও আরাফাতকে আটক করেন ওই তিন কনস্টেবল। ইয়াবা ও টাকা রেখে দেয়ার বিনিময়ে ওই দুজনকে ছেড়ে দেন তারা। সেই টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেন ওই তিনজন।

বিষয়টি জানাজানি হলে সাতকানিয়া সার্কেলের এএসপি জাকারিয়া রহমান জিকুর নির্দেশে তদন্ত শুরু করেন থানার এসআই জাহাঙ্গীর আলম। অভিযোগের সত্যতা পেয়ে তিন কনস্টেবল, তাদের সোর্স সোলাইমান এবং মাদক কারবারি বেলাল, আরাফাতসহ আটজনকে আসামি করে মামলা হয়। মামলা করেন এসআই জাহাঙ্গীর।

সেই মামলায় ওই তিন কনস্টেবলকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here