TT Ads

 

বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের সংরক্ষিত ১, ২ ও ৩নং ওয়ার্ডের নবনির্বাচিত নারী ইউপি সদস্য সুলতা বৈদ্য (৩২) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলে উপজেলার ধামুড়া-সানুহার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়- উজিরপুরের কুড়লিয়া গ্রামের নিজ বাড়ি থেকে বিকেলে ইউপি সদস্য সুলতা বৈদ্য তার স্বামী পঙ্কজ ঢালীর সাথে মোটরসাইকেলযোগে গৌরনদীর উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার ধামুড়া-সানুহার সড়কে মোটরসাইকেলটি রাস্তায় থাকা নসিমনকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা নির্মাণের একটি রোলারের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা ইউপি সদস্য ও তার স্বামী আহত হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা ইউপি সদস্য সুলতা বৈদ্যকে মৃত বলে ঘোষণা করেন।
উজিরপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আলী আরশাদ ইউপি সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *