TT Ads

 

বরিশালে মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্ট ব্যবহার করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দু’টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার (১০ আগস্ট) শহরের সদর রোড ও বাটারগলি এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন আল হেলাল।

অভিযানে মেয়াদ উত্তীর্ণ রিয়েজেন্ট ব্যবহার করে সেবা গ্রহীতার জীবন ঝুঁকির মুখে পড়তে এমন শঙ্কায় কাকলির মোড়ের সাউথ ইবনে সিনা ডায়াগনস্টিককে ৩০ হাজার টাকা এবং বাটারগলির গ্লোব ডায়াগনস্টিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া স্বাস্থ্যবিধি না মানায় নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালিয়ে ৬ জন ব্যক্তি ও কয়েকটি প্রতিষ্ঠানকে আরও ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম।’

বরিশালের খবর, বিভাগের খবর

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *