TT Ads

পিরোজপুরে একটি ফ্ল্যাটে জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে একজন চিকিৎসককে পিটিয়ে আহত করে ডাকাতি করা হয়েছে। বুধবার (১১ আগস্ট) ভোরে জেলা হাসপাতালে চিকিৎসকদের সরকারি বাসভবনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যক্তি হলেন, ডা. সানজিদা আজাদ শিখা (২৮)। তিনি পিরোজপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত।

পিরোজপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিশির রঞ্জন অধিকারী জানান, পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসকদের সরকারি কোয়ার্টারের একটি ভবনের নিচের তলায় একা থাকতেন ডা. সানজিদা আজাদ শিখা। বুধবার (১১ আগস্ট) ভোর রাতে একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির উদ্দেশ্য নিয়ে বাসার জানালার গ্রিল কেটে তারা বাসায় প্রবেশ করে। এ সময় বিষয়টি টের পেয়ে ডাকাতিতে বাধা দিতে গিলে ডাকাতেরা তাকে মারধর করে।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. জা. মো. মাসুদুজ্জামান জানান, ডাকাতরা আলমারি খুলে নগদ ৫২ হাজার টাকা, ১টি ল্যাপটপ ও ২টি মোবাইল ফোন নিয়ে যায়।

তিনি আরও জানান, এ বিষয়ে অভিযোগ দায়ের করেছেন ডা. সানজিদা আজাদ শিখা। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার চেষ্টা করছে।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *