নিজস্ব প্রতিবেদক ॥ সময় বিকেল ৪টা। প্রতিদিনের ন্যায় ‘আখিঁ ফ্যাশন হাউজ’ এর প্রোপাইটার শামিমা নাসরিন পুতুল তার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছে। নগরীর ৫নং ওয়ার্ড আলহাজ দলিল উদ্দিন স্কুলের পূর্ব পাশে অবস্থিত ওই ব্যবসা প্রতিষ্ঠানে। অনান্য দিনের মতই গতকাল বিকেলে ক্রেতা সেজে এক সাথে ৩ জন যুবক প্রবেশ করে। তারা ১টি ওড়না ও ১টি ব্রাশ ক্রয় করে। যাবার সময় দোকান মালিক শামিমা নাসরিন পুতুল’র ব্যবহৃত ভিভো y২০ নং মডেলের মোবাইলটি নিয়ে যায়। ব্যবহৃত মোবাইল নম্বর ছিল ০১৭৭২-০৪৪০৯৩। ক্রেতা ৩ জন যাবার কিছুক্ষণ পর পুতুল তার মোবাইলটি খুঁজে পায় না। অন্য ক্রেতাও দোকানে আসেনি। এ সময় দোকানে থাকা পুতুল’র ভাই শুভ ইসলাম মোবাইলটি খুঁজতে ওই নম্বরে ভিডিও কল দেয়। কিন্তু অপরপ্রান্ত থেকে অজ্ঞাত এক যুবক কলটি রিসিভ করে। সাথে সাথে শুভ ওই যুবকের ছবি স্কিনসর্ট দিয়ে তুলে রাখে। এরফলে চোর শনাক্ত করা গেলেও অপরিচিত হওয়ায় পরিচয় চিহ্নিত করা যায়নি। উপায়ন্ত না পেয়ে দোকান মালিক শামিমা নাসরিন পুতুল বরিশাল কাউনিয়া মডেল থানায় ২৫/০৮/২০২১ই তারিখে একটি সাধারণ ডাইরী দায়ের করে। যার নং ৯৭৭। ছবি দেখে এই অজ্ঞত চোরকে বা তার ঠিকানা জানতে পারলে তথ্য দিতে নগরবাসীর কাছে অনুরোধ জানিয়েছেন দোকান মালিক শামিমা নাসরিন পুতুল। বর্তমানে তার ব্যবহৃত এই মেবাইল নম্বরে ০১৮৭৮-৫৫৪২৬৬ ও ০১৭১২-৪৩৫৮৯৬ যোগাযোগ করতে পারবেন। অথবা কোতয়ালী থানা পুলিশের কাছে চোরের তথ্য দিতে পারেন।