TT Ads

নিজস্ব প্রতিবেদক: আজ মঙ্গলবার(১২ অক্টোবর) বরিশাল খাদ‍্য বিভাগের কর্মরত মোঃ জসিম উদ্দিন ওসি এল এস ডি আগৈলঝাড়া এর একমাএ কন‍্যা সন্তান জুয়েনা বিনতে জসিম এর প্রথম জন্মদিন।তিনি ২০২০ সালের ১২ অক্টোবর বরিশাল নগরীতে জন্মগ্রহণ করেন। পিতা জসিম উদ্দিন শুভ জন্মদিনে তাদের প্রিয় সন্তানের জন্য দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে।

। তার বাবার স্বপ্ন জুয়েনা একদিন বাংলাদেশের প্রথম শ্রেণীর কর্মকর্তা হয়ে দেশ এবং জাতির সেবায় নিজকে নিয়োজিত করবেন।

মো: জসীম উদ্দিন বলেন, আমার মেয়ে জুয়েনার শুভ জন্মদিনে বরিশালের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা দোয়া ও মিলাদ এর আয়োজন করেছে।এতিম শিশুদের জন্য দুপুরে খাবারের ব্যবস্থা করেছেন তিনি।

এই খাদ্য কর্মকর্তা মনে করেন জন্মদিনে নিজেরা বিলাসিতা না করে সেই টাকা দিয়ে এতিম শিশুদের কিছু করাটাই উত্তম।তাই তিনি বরিশালের বিভিন্ন এতিমখানায় খাবারের ব্যবস্থা করেছেন।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *