TT Ads

 

গরু চুরি করে পিকআপে নিয়ে যাওয়ার সময় আন্তঃজেলা চোর চক্রের ৪ সদ্যস্যকে আটক করেছ গৌরনদী থানা পুলিশ।

শুক্রবার ভোরে গৌরনদী পৌরসভার কাছেমাবাদ হাই মাকের্টের কাছ থেকে পিকআপ ও ৪টি চোরাই গরুসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- বরগুনা জেলার তালতলী উপজেলার বেতীপাড়া গ্রামের কাদেরের পুত্র তৈয়ব আলী প্যাদা (৫০), একই গ্রামের সৈয়দ ফকিরের পুত্র আমিনুল ফকির (২৩), ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহাবাজপুর গ্রামের শফিকুল ইসলামের পুত্র শুভ মিয়া (৩২), গৌরনদী পৌরসভার দিয়াশুর গ্রামের সেলিম সরদারের পুত্র রবিউল হাসান (৩২)।

আসামি তৈয়ব আলী প্যাদার বিরুদ্ধে ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, মাদারীপুর, নলছিটি থানায় একাধিক ডাকাতি ও চুরির মামলা রয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই শহিদুল ইসলাম জানতে পারেন, শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার কান্ডপাশা গ্রামের শহিদুল হাওলাদারের গরু চুরি করে পিকআপে নিয়ে যাওয়া হচ্ছে। এ সময় বিভিন্ন সড়কে চেকপোস্ট বসানো হয়। পরবর্তীতে পৌর এলাকার কাছেমাবাদ হাই মাকের্টে কাছ থেকে পিকআপভর্তি গরুসহ চোরদের আটক করা হয়। এ ঘটনায় গরুর মালিক শহিদুল হাওলাদার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

আট্ককৃত চোরদের শুক্রবার দুপুরে বরিশাল আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *