TT Ads

নিজস্ব প্রতিবেদক ॥ কাউনিয়া থানার অফিসার্স ইনচার্জ হলেন অভিক্ষ ও দক্ষ পুলিশ অফিসার এ আর মুকুল (পিপিএম)। বাংলাদেশ সরকারের বরিশাল মেট্রোপলিটন পুলিশ হেটকোয়াটার্সের লিখিত বরাতে এ খবর প্রকাশিত হয়। তিনি দীর্ঘদিন বিভিন্ন থানায় কর্মরত ছিলেন। তিনি এর আগে অফিসার ইনচার্জ ক্রাইম এন্ড ডাটা পোষ্টে ছিলেন। এয়ারপোর্ট থানার তদন্ত ওসি হিসেবে নিয়োজিত ছিলেণ। তার দক্ষ কর্মকান্ডের জন্য তিনি সর্বমহলে সুনাম অর্জন করেছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পিপিএম পদক লাভ করেন । করোনা মহামারিতেও তিনি ছিলেন অটল প্রহরি। এই মহামারিতে তিনি তার কর্মস্থলে থেকে জনগনের সেবায় সবসময় নিয়োজিত ছিলেন। এতে তিনি করোনায়ও আক্রান্ত হয়েছিলেন। তিনি করোনা থেকে আরোগ্য লাভের পর আবারও জনগনের কল্যানে নিজেকে নিয়োজিত করেন। তার কাউনিয়া থানার ওসি হওয়ার খবরে তার সহকর্মীসহ সকলের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *