বরিশাল নগরীর অন্যতম নিরাপত্তা জোন আমতলা মোড় বলে থাকে নগরবাসী। আর এই নিরাপত্তা জোনকে বৃদ্ধা আঙ্গুলী দেখিয়ে রমরমা ইয়াবার ব্যবসা পরিচারণা করছে কে এই মেহেদী। নিজেকে সরকার দলের লেভাজ লাগিয়ে অনেকটা বীরত্বের সাথে ডিজিটাল পদ্ধতিতে তার এই মাদক ব্যবসা পরিচালনা করছে বলে অভিযোগ উঠেছে।আমতলার মোড় তোরাব আলী খান সড়কের ফকরুল আলমের ছেলে মেহেদী। ছোট বেলা থেকে বেপরায় জীবন জাপন করতে অভ্যস্ত মেহেদী। এক সময় মাদক সেবনে জড়িয়ে পরেন এখন নিজেই মাদক ব্যবসার বড় একটি মাদক সেন্টিগেট গড়ে তুলেছেন।সকাল থেকে রাত পর্যন্ত চলছে তার এই মাদকের রমরমা ডিজিটাল হাট। নাহিদ অনেকটাই চালাক চতুর হওয়ায় মোবাইল ডিবাইজের মাধ্যেমে ডিজিটাল পদ্ধতিতে মাদক বিক্রি করায় অনেকই বুঝতে পারছে না সে কি করছে।গত এক বছর যাবৎ পুলিশ প্রশাসনের চোখকে ফাকি দিয়ে চালিয়ে যাচ্ছে তার এই ডিজিটাল পদ্ধতির ইয়াবা বানিজ্যে। মরনব্যধি ট্যাবলেট ইয়াবা ওই এলাকায় অনেকটা সহজ লাভ্য হওয়ায় এই এলাকা সহ আসে পাশের এলাকার স্কুল- কলেজ ছাএ ছাএীরা সহ অনেকই এ মাদকে ঝুকে পড়ছে।এবং ক্রমশই ওই এলাকায় মাদকাসক্ত মাত্রা বৃদ্ধি পাচ্ছে। এলাকাবাসি মনে করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যলয়ে থাকায় নিরাপত্তার চাদের থাকে এই সুযোটাই নিচ্ছে এ মাদক ব্যবসীয়ি।যাতে এলাকাবাসি ও প্রশাসন কিছু না বুঝতে পারে।মেহেদী এর আগেও বরিশাল ডিবি পুলিসের কাছে ইয়াবা সহ আটক হয়ে ছিল।এলাকাবাসির দাবী অচিরেই এ মাদক ব্যবসায়ী বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্হা নেবে প্রশাসন।