নিজেস্ব প্রতিবেদকঃ নগরীর ১০নং ওয়ার্ড মুক্তিযোদ্ধা পার্ক ও বরফকল এলাকায় এলিট ফোর্স র্যাব ও বাংলাদেশ কোষ্টগার্ডের সোর্স পরিচয় দিয়ে চাদাঁ তুলছে কে এই ফাহিম।অভিযোগে সূত্রে জানাযায়,চানমারী স্টুডিয়াম গের্ট সংলগ্ন পশুপাখি ব্যবসায়ী ফারুক মিয়ার ছেলে ফাহিম।ছোট থেকেই বখাটে ও উশৃংখল জীবন জাপনে অভ্যস্থ এরই মধ্যে এলাকায় গড়ে তুলেছে নিজেস্ব কিশোর গং বহিনী।বর্তমানে এলিট ফোর্স (র্যাব) বাংলাদেশ কোষ্টগার্ডের সোর্স পরিচয় দিয়ে করছে মাদক ব্যবসা,অবৈধ ঝাটকা ইলিশ গাড়ি থেকে দুই বাহিনির নাম করে চাঁদা আদায়,এলাকার নিরীহ মানুষকে ভয়ভিতী দেখিয়ে টাকা আধায় করছে দুই বাহিনির সোর্স পরিচয় দানকারী ফাহিম।এরই মধ্যে ফাহিমের সাথে ঝাটকা ইলিশ মাছ পাচারকারীদের মধ্যে কথোপকথনের ১০ রেকর্ড পাওয়া গেছে কোস্টগার্ড ও কালা বাহিনিকে ম্যানেজ করবে তা বলতে শুনা যায়।১০টি কথোপকথন কল রেকর্ড শুনা যায় ফাহিম মহিপুর,আলীপুর,ভোলা সহ দক্ষিন অঞ্চলের বিভিন্ন অবৈধ ঝাটকা ইলিশ পাচারকারীদের সাথে দুই বাহিনীকে ম্যানেজ করবে বলে টাকা দাবি করছে ফাহিম।যাতে করে পাচারকারীরা নির্বিঘ্নে অবৈধ ঝাটকা ইলিশ স্ব -স্ব স্হানে পৌছে যাতে পাড়ে।এ ছাড়াও এলাকার বিভিন্ন দিনমজুর লোকদের র্যাবে সোর্স পরিচয় দিয়ে ভয়ভিতী দেখায় ফাহিম।তার এই কর্মকান্ডের কারনে র্যাব ও কোস্টগার্ডের ভাবমূর্তি প্রশ্নবৃদ্ধ হয়ে উঠচ্ছে ওই এলাকার মানুষের কাছে। সন্ধ্যায় নামার সাথে সাথে দলবল নিয়ে গাজাঁর আড্ডা নিয়ে বসেন।কেউ কিছু বলার সাহস ও পায় না।বেশ কিছু দিন অাগে ফাহিম ইয়াবা সহ আটক হয় ওই মামলায় জামিনে রয়েছে।