 
	                            						
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে গৌরনদী উপজেলায় পুকুরে ডুবে রহস্যজনকভাবে ৪৫দিন বয়সের এক শিশু কন্যার মৃত্যু হয়েছে।
বুধবার(১৬ ফেব্রুয়ারি) বিকেলে জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাদুরতলা উমেদআলী গ্রামে।
পারিবারিক সূত্রে জানা যায়, নানা বাড়িতে বেড়াতে এসে কিছুক্ষন পর তাকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুজির পর বাড়ির পুকুর থেকে শিশু কন্যা রুকাইয়ার লাশ উদ্ধার করা হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা গৌরনদী মডেল থানার এসআই মোঃ হারুন-অর রশিদ জানান, ওই গ্রামের নানা মৃত আব্দুল হালিম আকনের বাড়িতে মায়ের সাথে বেড়াতে আসে পাশ্ববর্তী কমলাপুর গ্রামের দেলোয়ার হোসেন মেলকারের শিশু কন্যা রুকাইয়া। বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে ঘর থেকে রহস্যজনকভাবে শিশুটি নিখোঁজ হয়।
 
        

 
                                         
                                         
                                         
                                         
                                        

 
                            
 
                                    