নিজেস্ব প্রতিবেদকঃনগরীর ফলপট্রি মোড় সংলগ্ন লুবাবা সুজ এর বিরুদ্ধে বিদেশী চায়না জুতার নাম করে নিম্ন মানের বাংলা জুতা বিক্রির অভিযোগ করেছে ক্রেতারা।ক্রেতাদের অভিযোগ সূত্রে জানাযায়, গত ১ জানুয়ারি দুই ক্রেতা ১৮ নং চকবাজার ফলপট্রি মোড় লুবাবা সুজ থেকে ১৭ শ ৫০ টাকা দরে ২ জোড়া কেস এন্ড সু ক্রয় করেন।নিম্ন মানের কেস সু(জুতা) হওয়ায় ক্রেতা মাস খানেক পায় দিতে না দিতেই জুতার তলা ফেটে যায়।ওই ক্রেতা গত দুই দিন অাগে লুবাবা সুজ ম্যানেজার জাহিদকে জানালে তিনি নানা চায়না জুতা বলে তাল বাহানা কথা বলেন ক্রেতার সাথে।এর অাগে যখন জুতা ক্রয় করতে যাই তখন তার সেলম্যান নানান ফুলঝুরির কথা বলেন,৬মাস ১বছরে এই জুতার কিছু হইবে না এটা বিদেশী চায়না কেস জুতা, কিছু হইলে ফেরৎ দিমু।ওই ক্রেতা ক্ষোভের সাথে জানান ফলপট্রি মোড় লুবাবা সুজ সাধারন ক্রেতাদের সাথে নিম্নমানের বাংলা কেস জুতা দিয়ে বিদেশী (চায়না) জুতা বলে বিক্রি করছে।১৭শ ৫০ টাকা নিয়ে নিম্নমানের জুতা দিয়ে অামাদের প্রতারিত করছেন প্রতিনিয়ত লুবাবা সুজ হাউজ।এ বিষয় ক্রেতা জীতয় ভক্ত সংরক্ষণ অাইনে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।