#

 

#

মুন্সীগঞ্জের সীমানাসংলগ্ন নারায়ণগঞ্জের চরকিশোরগঞ্জ এলাকায় মেঘনা নদীতে বরিশালগামী লঞ্চ সুরভী-৭ এর ধাক্কায় একটি বালুবাহী বাল্কহেড ডুবির ঘটনায় ১ শ্রমিক নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) কলাগাছিয়া নৌপুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ইলিয়াস হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

এসআই ইলিয়াস হোসেন জানান, বাল্কহেডে থাকা ছয় জন এ ঘটনায় নদীতে পড়ে যায়।

পরে পাঁচ জন সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ রয়েছেন মোতালেব (৫৫) নামের এক শ্রমিক। তাঁর বাড়ি ভোলায় বলে জানা গেছে।
লঞ্চটির মালিক রিয়াজুল কবির জানান, রাতে বাল্কহেড চলাচল নিষেধ করা হলেও অবৈধভাবে বাল্কহেড চালিয়ে লঞ্চকে ধাক্কা দেওয়া হয়েছে। বাল্কহেডের ধাক্কায় সুরভী-৭ লঞ্চের সামনের দিক ফেটে গেছে।

তলা ফে‌টে যাওয়ায় এটি চ‌রে নোঙর করে যাত্রীদের কীর্তনখোলা-১০ নামের একটি লঞ্চে করে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বরিশাল বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here