TT Ads

 

পটুয়াখালী জেলার কলাপাড়ায় টমটম ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোবহান তালুকদার (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে শাকিল (৩০) ও ইমন হোসেন (২০) নামের দুই যুবক।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারী) সকালে গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন।

জানা যায়, বুধবার রাতে বালিয়াতলী এলাকা থেকে আসা একটি মোটর সাইকেলের সঙ্গে একটি টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় টমটমটি উল্টে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা সোবহানকে আঘাত করে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সোবাহানকে মৃত ঘোষণা করেন।

মোটর সাইকেরের ওই দুই আরোহীকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে নেওয়া হয়েছে।
কলাপাড়া থানার ওসি মো. জসিম বলেন, লাশ ময়না তদন্তে পাঠানোর প্রক্রিয়া চলছে।

টমটম ও মোটর সাইকেলটিকে জব্দ করা হয়েছে।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *