 
	                            						
বরিশাল নগরীর বিএম কলেজে পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় মটরসাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নাদিম হোসেন (২৩) নামে এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
ঘটনাটি বুধবার বিকাল ৫ দিকে বিএম কলেজের মসজিদ গেটের সামনে সড়কে ঘটেছে। নিহত নাদিম বরিশাল সৈয়দ হাতেম আলী কলেজের অর্নাসের ইতিহাস বিভাগের ৩য় বর্ষের পরীক্ষার্থী ও লাকুটিয়া সড়কের আর আর এফ সংলগ্ন সিমেন্টের র্পোল এলাকার মনিরুল ইসলাম আশ্রাস এর ছেলে।
নিহতর বন্ধু মাসুম বিল্লাহ জানান, আমি আর নাদিম এক ডিপাটমেন্টের পড়ি। পরীক্ষা শেষে নাদিম তার মটরসাইকেল নিয়ে বের হওয়ার সময় মসজিদ গেটের সামনে বসে বিপরীত দিক থেকে বেপোয়ারা গতিতে আসা একটি প্রাইভেটকার এসে নাদিমের মটরসাইকেলটিকে ধাক্কা দিলে নাদিম ছিটকে নামায় পড়ে গিয়ে গুরুত্বর আহত হয়।
পরে তাকে আমরা গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করে।
তবে ঘটনাস্থ থেকে পুলিশ মটরসাইকেলটি আটক করলেও ঘাতক প্রাইভেটকারটিকে আটক করতে পারেনি।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিমুল করিম। এদিকে নাদিমের মৃত্যুতে স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে হাসপাতাল এলাকা।
 
        

 
                                         
                                         
                                         
                                         
                                        

 
                            
 
                                    