#

 

#

বরিশালে ভ্রাম্যমাণ আদালতের দেওয়া সাজায় আব্দুল হালিম (৪৬) নামে দণ্ডিত এক কয়েদির মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ মার্চ) বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হালিম বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল করিমের ছেলে। ওই ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. জাহিদুল ইসলাম রিপন জানান, ২০২১ সালের ডিসেম্বর মাসে বাউফল উপজেলার এক নদী থেকে বালু উত্তোলনের সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক হয় আব্দুল হালিমসহ চারজন।

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আদালত তাদের এক বছরের কারাদণ্ড দেন। পরে তাদের পটুয়াখালী কারাগারে পাঠানো হয়।

তিনি আরও বলেন, ১৩ মার্চ হৃদরোগে আক্রান্ত হন হালিম। পরে তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করায় কারা কর্তৃপক্ষ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সব আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যরা হালিমের মরদেহ গ্রহণ করেছেন।

#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here