TT Ads

 

 

নগরীতে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।গতকাল ৫ .৪৫ ঘটিকায় নগরীর কোতোয়ালি মডেল থানাধীন ০৯ নং ওয়ার্ডস্থ একতলা লঞ্চ ঘাটের পল্টুনের উপর চায়ের টং দোকানের সামনে অভিযান পরিচালনা করেন।

আটককৃত মোঃ আনিছুর রহমান রকি (২০), কুমিল্লা জেলার মধ্যপাড়া এলাকার

পিতা- মৃত নওয়াব আলী সরদার ছেলে তাহার সহযোগী অপর আসামী জসিম প্রকাশ সুমন (৩৫), পিতা- আচু মিয়া, মাতা- মোসাঃ সেতারা বেগম, ঠিকানা বিবির বাজার, গাজীপুর, মধ্যপাড়া, জনৈক আলমগীর এর ছোট ভাই, থানা- কোতয়ালী মডেল, জেলা- কুমিল্লা ঘটনাস্থল হইতে পালিয়ে যায়।

ঘটনাস্থলে ধৃত আসামী মোঃ আনিছুর রহমান রকি এর ডান হাতে থাকা ট্রাভলে ব্যাগ তল্লাশীকালে ব্যাগের মধ্যে ০২ (দুই) টি সাদা পলিথিন কাগজের মধ্যে খাকি রঙের কসটেপ পেচানো ০৩ (তিন) কেজি করে মোট ০৬ (ছয়) কেজি উদ্ধার করেন।

এসময় মাদক ব্যবসায় ব্যবহৃত একটি নেভি ব্লু কালারের SYMPHONY বাটন মোবাইল সেট জব্দ করা হয়।

ধৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন ও পলাতক আসামী গ্রেফতার অভিযান চলমান রয়েছে।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *