TT Ads

 

দক্ষিণ আলেকান্দা খালেদাবাদ কলোনি ১৪ নং ওয়ার্ড এর বাসিন্দা।রাজপথের ত্যাগী ও নির্যাতিত ছাত্র নেতা বিএম কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক, বরিশাল মহানগর ছাত্রদলের বর্তমান সহ-সভাপতি শুভ শিকদার শারীরিকভাবে অসুস্থ। আজ জুম্মার নামাজ বাদ তার শারীরিক সুস্থতার জন্য খালেদাবাদ কলোনি জামে মসজিদে দোয়া করা হয়।এছাড়া তার সুস্থতা কামনার জন্য বরিশাল বাসির কাছে দোয়া কামনা করেছেন বরিশাল মহানগর বি এন পি এর সদস্য সচিব মির জাহিদুল কবির জাহিদ, মহানগর বিএনপির সদস্য জাহিদুর রহমান রিপন,ইয়াসির আরাফাত মিন্টু।জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ তমাল, যুগ্ন সম্পাদক তৌহিদুল আলম সজীব,মহানগর ছাত্রদলের যুগ্ন সম্পাদক সাব্বির রহমান, সহ সম্পাদক আবু খায়ের নিয়াজ,অনিক তালুকদার,রাহাত তালুকদার, রাকিব মাতুব্বর,রায়হান সহ জেলা ও মহানগর ছাত্রদল নেতৃবৃন্দ।

TT Ads