TT Ads

 

বরিশালের গৌরনদীতে এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গৌরনদী উপজেলার বেজগাতি গ্রামে এই ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী শিশুর নানি বলেন, আমার মেয়ে ও জামাই ঢাকায় গার্মেন্টর্সে চাকরি করে। আমার ১১ বছর বয়সী নাননি আমাদের কাছে থাকে। মঙ্গলবার দুপুরে ঘরের পিছনে থাকা নলকুপের পানি দিয়ে সে গোসল করতে যায়। তখন প্রতিবেশী মেনাজউদ্দিনের ছেলে (সম্পর্কে শিশু কন্যার চাচাতো মামা) হাফিজউদ্দিন গামছা দিয়ে আমার নাতনির মুখ বেঁধে পাশের একটি ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে হত্যাসহ নানা ভয়ভীতি দেখায়। কিন্তু ঘরে আসার পর নাতনির রক্তক্ষরণ বন্ধ হয়নি। তখন বিষয়টি নাতনি জানিয়েছেন। রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় নাতনিকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেবাচিম হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মারুফ হোসেন জানান, ভুক্তভোগী শিশুকে কিছুক্ষণ আগে অপারেশন থিয়েটার থেকে বের করা হয়েছে। বর্তমানে তাকে হাসপাতালের গাইনি ওয়ার্ডের বেডে দেওয়া হয়েছে। শিশুর প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এছাড়াও স্পর্শকাতর অঙ্গ গুরুতর জখম হয়েছে।

গৌরনদী থানার ওসি আফজাল হোসেন জানান, এখন পর্যন্ত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *