TT Ads

 

হাসান ফকির (৩০) নামের দুই সন্তানের জনক এক মাহেন্দা চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বিষয়টি রহস্যজনক বলে দাবি করেছেন স্থানীয়রা।

মঙ্গলবার দুপুরে লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি বরিশাল জেলার গৌরনদী উপজেলার দক্ষিণ বাটাজোর গ্রামের।

নিহতের পিতা জলিল ফকির জানান, মঙ্গলবার সকালে গ্রামীণ ব্যাংকের এক কর্মী এসে হাসানকে ফোন দিয়ে না পেয়ে আমাকে জানায়। পরবর্তীতে তার (হাসান) বসতঘরের দরজা ধাক্কা দিয়ে ঘরে ঢুকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় লাশ দেখে চিৎকার শুরু করি।

এসময় স্থানীয়রা এগিয়ে এসে বিষয়টি পুলিশকে জানায়। তিনি আরও জানান, গত তিনদিন পূর্বে হাসানের সাথে তার স্ত্রী ঝুমুর বেগমের দাম্পত্য কলহের কারণে সন্তানদের নিয়ে ঝুমুর তার এক নিকট আত্মীয়র বাড়িতে অবস্থান করছে।

গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *