কলেজ ছাত্রীকে অব্যাহত যৌণ হয়রানীর ঘটনায় দায়ের করা মামলায় জেলার গৌরনদী মডেল থানা পুলিশ দুই বখাটে যুবককে গ্রেফতার করেছে। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এসআই মোঃ গাফ্ফার জানান, গ্রেফতারকৃতরা হলো-উপজেলার নলচিড়া ইউনিয়নের কুতুবপুর গ্রামের ফয়সাল খান (২৮) ও বেল্লাল খান (২১)।
এজাহারে জানা গেছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন থেকে ওই কলেজ ছাত্রীকে যৌণ হয়রানী করে আসছিলো। এরইমধ্যে গত ৩ জুন দিবাগত রাতে কলেজ ছাত্রী প্রকৃতির ডাকে ঘরের বাহিরে বের হলে ওৎপেতে থাকা বখাটে ফয়সাল ও বেল্লাল ছাত্রীকে ঝাঁপটে ধরে যৌণ নির্যাতন করে।
এসময় ওই ছাত্রীর চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে আসলে বখাটেরা পালিয়ে যায়। এ ঘটনায় সোমবার সকালে থানায় মামলা দায়ের করেন নির্যাতিতা কলেজ ছাত্রী।







