দুর্নীতির মামলায় ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ারকে (৬৫) কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (১৫ জুন) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন তার জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন। খবরের সত্যতা নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সঞ্জীব সরকার। তিনি জানান, গত ৩০ মে জ্ঞাত আয় বহির্ভূত তিন কোটি ৪৫ হাজার ৩৫৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ময়মনসিংহ দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক রামপ্রসাদ বাদী হয়ে গোলাম সরোয়ারের নামে পৃথক পৃথক ৪টি মামলা দায়ের করেন। ওই মামলায় ওসি গোলাম সারোয়ারসহ তার তিন ছেলে এনামুল হক, নাজমুল হক ও মঞ্জুরুল হককে আসামি করা হয়। আজ (১৫ জুন) দুপুরে ওই মামলায় ওসি গোলাম সরোয়ার ও তার ছেলে এনামুল হক আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন চান। এ সময় বিচারক ছেলে এনামুল হকের জামিন মঞ্জুর করলেও ওসি গোলাম সারোয়ারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অ্যাড. সঞ্জীব সরকার আরও জানান, ওই মামলায় ওসি গোলাম সারোয়ারের অপর দুই ছেলে পলাতক রয়েছেন। তারা হলেন- নাজমুল হক এবং মঞ্জুরুল হক।