ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৩তম ভাইস-চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর (অবসরপ্রাপ্ত) ড. শেখ আব্দুস সালাম। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো একটি ফ্যাক্স বার্তার মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার দপ্তর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের প্রেরিত সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর (অবসরপ্রাপ্ত) প্রফেসর ড. শেখ আব্দুস সালামকে ইবির ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগের বিষয়টি জানানো হয়েছে। রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন ১৯৮০ এর ১০ (১) ধারা অনুসারে তিনি নিয়োগ পেয়েছেন। আগামী ৪ বছরের জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করবেন।
নতুন ভিসি প্রফেসর ড. শেখ আব্দুস সালাম বলেন, ‘আমার উপর যে মহান দায়িত্ব অর্পিত হয়েছে তা সততা নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করব। সকলের সহযোগিতা কামনা করছি।’