বরিশালের বাবুগঞ্জ উপজেলায় গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামীকে প্রধান আসামি করে মামলা হয়েছে।
মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যায় গৃহবধূর বাবা বাদী হয়ে মামলা করেছেন বলে পুলিশ জানিয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামীর সাবেক স্ত্রীকে পুলিশ হেফাজতে নিয়েছে।
বাবুগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান বলেন, গৃহবধূ মারুফা বেগমের বাবা মো. আইউব আলী বাদী হয়ে মামলা করেছেন।
মামলায় গৃহবধূর স্বামী ব্যবসায়ী যুবদল নেতা মিলন খানকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরো ৭ জনকে আসামি করা হয়েছে মামলায়। তাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে হত্যা ও সহযোগিতা করার অভিযোগ আনা হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য মিলন খানের প্রথম স্ত্রী ঝুমুর বেগমকে হেফাজতে নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে সিদ্ধান্ত নেওয়া হবে যে, গ্রেপ্তার দেখানো হবে কি না।