TT Ads

বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য রাসেল হাওলাদার ও তার স্ত্রীকে ইয়াবা-দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ অক্টোবর) ভোর রাতে উপজেলার লামছড়ি গ্রামে তাদের ঘর থেকে গ্রেফতার করা হয়।

মহানগর পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযানে রাসেলের কাছ থেকে ৪৯০ পিস ইয়াবাসহ দু’টি বগি দা, দু’টি চাইনিজ কুড়াল, একটি রামদা ও একটি করাত উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার ইউপি সদস্য হলেন- রাসেল হাওলাদার (৩৫) ও তার স্ত্রী শিরিন বেগম (৩০)।

রাসেল চরবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড উত্তর লামছড়ি এলাকার তোফায়েল হাওলাদারের ছেলে।

Barishal-2

কাউনিয়া থানার ওসি আসাদুজ্জামান জানান, গোপন সংবাদে থানার এসআই গোবিন্দ চন্দ্র দাসের নেতৃত্বে একটি দল লামছড়ি গ্রামে ইউপি সদস্যের ঘরে অভিযান পরিচালনা করে। এসময় দুই হাজার ৪৯০ পিস ইয়াবাসহ ইউপি সদস্য ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া এসআই গোবিন্দ চন্দ্র দাস বলেন, অভিযানের সময় ইউপি সদস্য রাসেলের কাছ থেকে ইয়াবাসহ দু’টি বগি দা, দুইটি চাইনিজ কুড়াল, একটি রামদা ও একটি করাত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনি বাদী হয়ে অস্ত্র ও মাদক আইনে মামলা করবেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য, ইউপি সদস্য রাসেলের বিরুদ্ধে মহানগর পুলিশের কাউনিয়া ও কোতয়ালী মডেল থানায় মাদক আইনে ১৮টিসহ মোট ২৩টি মামলা রয়েছে।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *