বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে জে.এস আশিক সভাপতি এবং মো: হিজবুল্লাহ সম্রাটকে সাধারণ সম্পাদক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলা ছাত্রলীগ এই ঘোষণা দেয়।
আগামী এক বছরের জন্য ৮ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। বরিশাল সদর উপজেলা ছাত্রলীগের প্যাডে সভাপতি মোঃ শওকত হোসেন অপু ও সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান সুজনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।