TT Ads

 

তালতলী(বরগুনা)প্রতিনিধিঃ

বরগুনার তালতলীতে চুরি মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. শাহজাহান গাজীকে (২৫) গ্রেফতার করেছে তালতলী থানা পুলিশ। এ সাজা এড়াতে তিনি ৬ মাস পালাতক ছিলেন।

বুধবার ( ৬ ডিসেম্বর) ভোররাত সাড়ে ৩ টার দিকে উপজেলার বাদুরগাছা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শাহজাহান একই এলাকার মো. কালাম গাজীর ছেলে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম খান বলেন, শাহজাহান গাজীর বিরুদ্ধে বগুড়ায় একটি চুরি মামলায় ১ বছরের সাজা হওয়ার পর তিনি দীর্ঘ ৬ মাস বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়িতে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছেন।

ওসি আরো বলেন, শাহজাহান গাজীকে জেল হাজতে পাঠানো হয়েছে।

TT Ads