বরিশাল নগরীতে জমির মালিক কে জমি থেকে তাড়িয়ে দেবার ষড়যন্ত্র করছে প্রতিপক্ষরা।বিভিন্ন সময় তাকে শারীরিক, মানসিক, ও হত্যার হুমকি প্রদান করছে তারা।ঘটনাটি ঘটেছে নগরীর পূর্ব বগুড়া রোড, ১৭নং ওয়ার্ড এলাকায়।জমির মালিক প্রতিপক্ষদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে অবশেষে কোতোয়ালি থানায় এসে আইনের আশ্রয় নিয়েছেন।প্রতিপক্ষদের বিরুদ্ধে দিয়েছেন লিখিত অভিযোগ।লিখিত অভিযোগসূত্রে জানা যায়, মৌজা : বগুড়া আলেকান্দা, জে.এল নং-৫০, এস.এ খতিয়ান
নং-২৯৬২, এস.এ দাগ নং-৪০৬০, জমির পরিমান ২৬ শতাংশ, তফসিল বর্নিত পৈত্রিক সূত্রে জমির মালিক বগুড়া রোড এলাকার মৃত মানিক সরকারের ছেলে পঙ্কজ সরকার(৪৯)।
বিবাদী নান্টু সরকার ছেলে সন্তু সরকার (২২),
গৌতমের ছেলে জয় সরকার (২৩),
মৃত মিন্টু সরকার স্ত্রী মঞ্জু সরকার (৬০), অজ্ঞতা নামা আরো ৪-৫ জন
জমি জোরপূর্বক দখলের জন্য পায়তারা
করে। উক্ত জমি নিয়া বিবাদীদের সাথে পূর্ববিরোধ বিদ্যমান। উপরোক্ত বিবাদীরা সহ অজ্ঞাতনামা
বিবাদীরা গতকাল দুপুর ১২ টার সময় লাঠিসোটা সহ দেশীয় অস্ত্রাদি
নিয়া আসিয়া জমি জোরপূর্বক দখলের পায়তারা করে এবং জমিতে থাকা গাছের আম পাড়িয়া
নিতে শুরু করে। বিবাদীদের বাঁধা দিলে তাহারা অশ্লীল ভাষায় গালিগালাজ করে
এবং খুনজখমের হুমকি প্রদান করে। জমির মালিকানা বিষয়ে কাগজপত্রাদি সহ বহু সাক্ষী প্রমান আছে।ভুক্তভোগী জানান, আমার এই সমস্যা সমাধানের জন্য আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।