TT Ads

সাতক্ষীরার কা‌লিগ‌ঞ্জে সড়কের পাশ থেকে গাছে ঝোলানো বাজারের ব্যাগ থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। রবিবার সন্ধ্যা ৬টার দি‌কে উপ‌জেলার গোলখালী শ্মশানঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা নবজাতককে সার্জিক্যাল ক্লি‌নি‌কে ভর্তি করে চিকিৎসা দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
ঘের মালিক ইসরাইল গাজী, আবদুস সাত্তার ও পঞ্চানন মণ্ডল জানান, গোলখালী বিলে তাদের মাছের ঘের রয়েছে। বিকেলে তারা মৎস্য ঘেরে যাচ্ছিলেন। শ্মশানঘাট থেকে প্রায় ১০০ গজ দূরে পৌঁছলে সড়কের পাশে গাছে বাজারের ব্যাগ ঝুলতে দেখেন। কৌতূহলবশত ভেতরে কী আছে, স্থানীয়দের সেটি দেখতে বলেন। এ সময় তারা বাজারের ব্যাগ খুলে দেখতে পায় সদ্যভূমিষ্ঠ হওয়া এক নবজাতক ছেলেশিশু। এ সময় তারা তড়িঘড়ি করে নবজাতক শিশুকে সদরের সার্জিক্যাল ক্লিনিকে ভর্তি করেন।ওই ক্লিনিকের ডাক্তার শেখ মাসুদুর রহমান জানান, বর্তমানে শিশুটি সুস্থ র‌য়ে‌ছে। আমরা সব ধরনের চিকিৎসা দিয়েছি।

খবর পেয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন ক্লিনিকে উপস্থিত হয়ে নবজাতক শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তিনি ব‌লেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *