TT Ads

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ের পরের দিন মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।

দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বারে ভাঙ্গা থেকে ঢাকার দিকে চলাচলকারী সব ধরনের যানবাহনে ভোর থেকেই ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে। এই কার্যক্রম তদারকিতে ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল, ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন এবং ভাঙ্গা হাইওয়ে থানার ওসি রোকিবুজ্জামানসহ অন্যান্য পুলিশ সদস্যরা।

ফরিদপুর পুলিশ সুপার আব্দুল জলিল জানান, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে কেন্দ্র করে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে।

সকাল থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে পুলিশ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালিয়েছে। এছাড়া হাইওয়ের এক্সপ্রেসপথের চতুর্মুখী স্থানে সার্বক্ষণিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

ভাঙ্গা উপজেলার মাধ্যমে চলাচলকারী প্রতিটি সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী মহাসড়কে টহল দিচ্ছে।

উল্লেখ্য যে, ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রায় এক হাজার ৪০০ মানুষের প্রাণহানি এবং প্রায় ২৫ হাজার মানুষকে মারাত্মক আহত করার অভিযোগে হাসিনার বিরুদ্ধে মামলা হয়। যার রায়ে সোমবার (১৭ নভেম্বর) হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দেয় বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

 

 

TT Ads