রুপাতলী গ্রামীণ চক্ষু হাসপাতালের সামনে জেলা পরিষদের মালিকানাধীন খাল দখল করে গুদাম নির্মাণের অভিযোগ উঠেছে বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে। খাল দখল করে স্থাপনা নির্মাণের কারণে বর্ষা মৌসুমে রুপাতলীর ২৫ নম্বর ওয়ার্ডের উকিলবাড়ী সড়কসহ আশপাশের এলাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়। বহু বছর ধরে এমন ভোগান্তি চললেও বিষয়টি দেখার যেন কেউ নেই।
স্থানীয়রা জানান, বরিশাল জেলা পরিষদের কিছু অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করেই বহু বছর আগে খালের ওপর গুদামটি নির্মাণ করা হয়। স্থানীয়দের প্রতিবাদে কোনো ফল হয়নি বলেও তারা অভিযোগ করেন।
উকিলবাড়ী সড়কের বাসিন্দা কামাল জানান, “রুপাতলী বটতলা হয়ে মহাসড়কের পাশে এই খালটি একসময় নৌকা ও ট্রলার চলাচলের পথ ছিল। এখন দখলের কারণে খালটি মৃতপ্রায়। খাল দখল করে গুদাম তুলে ভাড়া দিয়ে লাখ লাখ টাকা আয় করছে তারা, আর বর্ষায় আমরা পানি বন্দি হয়ে থাকি।”
এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও জেলা পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাওয়া যায়নি।






