TT Ads

 

নিজস্ব প্রতিবেদন:
সহকর্মীর সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়ে আবেগঘন ফেসবুক পোস্ট দিয়েছেন দৈনিক আজকের সুন্দরবনের সহ নির্বাহী সম্পাদক মোঃ আসাদুজ্জামান শেখ। তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে তিনি গুরুতর অসুস্থ দৈনিক শাহনামার সিনিয়র ফটো সাংবাদিক মোঃ আশরাফ সুমনের দ্রুত আরোগ্য কামনা করেন।

ফেসবুক পোস্টে আসাদুজ্জামান শেখ জানান, সাংবাদিক আশরাফ সুমন বর্তমানে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পাঁচ তলার পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক এবং তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।

সহকর্মীর অসুস্থতার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে কয়েকজন সংবাদকর্মীকে সঙ্গে নিয়ে হাসপাতালে ছুটে যান সহ নির্বাহী সম্পাদক আসাদুজ্জামান শেখ। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সাংবাদিক মিরাজ, তানভীর আহমেদ অভি, শাওন ও সোহাগ। তারা হাসপাতালে গিয়ে সুমনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

পোস্টে আসাদুজ্জামান শেখ লেখেন, একজন মিডিয়া কর্মীর বিপদে আরেকজন মিডিয়া কর্মীর পাশে দাঁড়ানোই উচিত। পারস্পরিক বন্ধন ও সহমর্মিতা বজায় থাকলে মিডিয়া জগত আরও শক্ত ও সঠিক পথে এগিয়ে যাবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও লেখেন, “সবাই সুমনের জন্য দোয়া করবেন। আল্লাহর অশেষ রহমতে সে যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে।”

একজন পেশাদার ফটো সাংবাদিক হিসেবে মোঃ আশরাফ সুমন দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে সংবাদ সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তাঁর অসুস্থতার খবরে সাংবাদিক মহলে নেমে এসেছে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা।

ইতোমধ্যে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর সুস্থতার জন্য দোয়া ও সমর্থন জানাচ্ছেন। সবার প্রত্যাশা, দ্রুত সুস্থ হয়ে আবারও ক্যামেরা হাতে সংবাদ জগতে ফিরে আসবেন এই সাহসী সাংবাদিক।

TT Ads