অনলাইন ডেস্ক :: পাথরবোঝাই ট্রাকের ভেতর ভারত থেকে বাংলাদেশে ফেনসিডিল পাচারের সময় জোহরুল মন্ডল (২৪) নামে এক ভারতীয় ট্রাকচালককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের বাংলাদেশের অভ্যন্তর থেকে তাকে আটক করা হয়।
আটক ট্রাকচালক জোহরুল মন্ডল ভারতের উত্তর চব্বিশ পরগোনা জেলা সদরের ইটিন্ডা আথাপুরপূর্ব গ্রামের আব্দুস ছামাদের ছেলে।
সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, ভোমরা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. শহিদুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভারত থেকে বাংলাদেশে আসা একটি পাথরবাহী ট্রাকের চালকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তল্লাশি চালিয়ে ট্রাকের ভেতর থেকে ৯১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
তিনি বলেন, ভারতীয় ট্রাকচালক জোহরুল মন্ডলকে আটক, ট্রাক ও পাথর জব্দ করে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।