TT Ads

 

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল বিমানবন্দর থেকে প্রতিদিন ৪ টি বিমান আসা যাওয়া করে। বিমানে যাতায়াতরত যাত্রিদের আসতে হয় বিভিন্ন যানবাহনে। আর এইসব যানবাহন থেকে গাড়ি পার্কিংয়ের জন্য সরকার নির্ধারিত চার্জের চেয়ে দ্বিগুণ টাকা নেয়ার অভিযোগ উঠেছে ইজারাদারদের বিরুদ্ধে। সরেজমিনে গিয়ে দেখা যায় প্রতিদিন প্রায় কয়েকশত যানবাহন মাইক্রো, প্রাইভেট কার, মটর সাইলেল, মাহিনদ্র থেকে সরকার নির্ধারিত মুল্যের চেয়ে দ্বিগুণ টাকা নিচ্ছে।

সরকারের চোখকে ফাকি দিয়ে এভাবে দিনের পর দিন জনগন কে ঠকিয়ে যাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান গুলি। সরকারি রেট অনুযায়ী মোটর সাইকেল, নেওয়ার কথা ১৫ টাকা সেখানে তারা নিচ্ছে ২০ টাকা। বাস,মনিবাস,ট্রাক থেকে নেয়ার কথা ৬০ টাকা সেখানে নিচ্ছে ৮০ টাকা, মাইক্রো থেকে নেয়ার কথা ৩০ টাকা সেখানে নিচ্ছে ৫০ টাকা, এমনি ভাবে সব যানবাহন থেকে বেশিকরে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। এ বিষয়ে জানতে ইজারাদার মানু মিয়া বলেন আমারা ৩ জন শেয়ারে ইজারা নিছি ভাই এ বিষয়ে আমি কিছু জানি না আরো ২ জন আছে তাদের সাথে কথা বলেন। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক উজ্জল এর সাথে কথা বললে তিনি বলেন,আমি তাদের সরকারি রেট অনুযায়ী টাকা নিতে বলেছি কিন্তু তারা যদি বেশি নেয় সে ব্যাপারে আমি অবহিত নয় আপনারা নিউজে যা লেখার লিখতে পারেন। বিমান বন্দরের ম্যানেজার রথিন্দ্রনাথ চৌধুরী বলেন, এটা তেমন কোন বিষয় না তবে অভিযোগ পেলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের তিনি জানাবেন এবং আইন অনুযায়ী ব্যবস্থা নিবেন।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *