TT Ads

 

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সমাজকল্যান বিভাগ ভাঙচুর এবং কম্পিউটার অপারেটর মিজানুর রহমান বাচ্চুকে কুপিয়ে জখম করার ঘটনায় চার ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো, আলিফ হোসেন, আশিক ফকির, শাকিল খান ও পনি। এরা সকলেই ছাত্রলীগের কর্মী বলে জানিয়েছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশের ওসি নুরুল ইসলাম।

তিনি জানান, সকাল ৯টার দিকে ব্রজমোহন কলেজের সামনে থেকে এদের গ্রেফতার করা হয়। এরা সকলেই কলেজের আশপাশ এলাকার বাসিন্দা।

হামলার ২১দিন পর প্রথম এই চারজনকে গ্রেফতারে সক্ষম হয়েছে পুলিশ।

প্রসঙ্গত, গত ১৬ সেপ্টেম্বর বেলা ১টার দিকে ২৫-৩০ জন মুখোশধারী যুবক বিএম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের হামলা চালিয়ে বিভাগীয় চেয়ারম্যানের কক্ষসহ অন্যান্য কক্ষগুলো তছনছ করে। হামলাকারীরা পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে সমাজকল্যান বিভাগের বিভাগীয় কম্পিউটার অপারেটর মিজানুর রহমান বাচ্চুকে। এ ঘটনায় বাচ্চু অজ্ঞাতনামাদের আসামী করে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *