#

অনলাইন ডেস্ক :: ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে ৫৬ কেজি গাঁজাসহ মো. সুমন (৩৭) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

#

শনিবার (১০ অক্টোবর) দুপুর ১টার দিকে র‌্যাব-১০ (সিপিসি-২)-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি আবুল কালাম আজাদ এবং স্কোয়াড কমান্ডার আমিনুল ইসলামের নেতৃত্বে একটি দল দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বাঘাপুর স্কুল অ্যান্ড কলেজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ও দুটি মোবাইলফোন জব্দ করা হয়।

র‌্যাব-১০ (সিপিসি-২) এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি আবুল কালাম আজাদ জানান, গ্রেফতার সুমন সুমন সিলেট কোতোয়ালি শেখঘাট খাসি এলাকার কামাল হোসেনের ছেলে।

তিনি আরও জানান, সুমন দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্যের চালান গাড়িযোগে বহন করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here