TT Ads

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল সদর উপজেলার রায়পাশা কড়াপুরে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে হোটেলে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে ঐ ঘটনায় ছাত্রীর চাচাতো ভাই বদল আকনকে প্রধান আসামি এবং মিম নামের একজনকে সহযোগিতার অভিযোগ জানিয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা করেছেন ভুক্তোভোগীর পরিবার।

বরিশাল কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) মো. আসাদুজ্জামান জানান, ঐ হোটেলের রেজিস্ট্রার খাতায় নাম থাকায় প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। বাদল ও সহযোগী মিমকে আটক করতে অভিযান চালানো হচ্ছে।

নির্যাতিতার পরিবার সূত্রে জানায়, নতুন পোষাক কিনে দেয়ার কথা বলে গত ১৫ অক্টোবর দুপুরে নগরীর হাজী মহসিন মার্কেটে নিয়ে যায় চাচাতো ভাই বাদল। পরে, নগরীর আবাসিক হোটেল শামসের ৪র্থ তলার একটি রুমে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। সেসময় ছাত্রী ডাক চিৎকার দিলে বাদল ধর্ষণ করতে পারেনি। লোক লজ্জার ভয়ে এতদিন কাউকে জানায়নি। তবে আর যেন কারো সাথে এমন অপকর্ম করতে না পারে সেজন্য বিচারের দাবিতে থানায় অভিযোগ দিয়েছেন।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *