ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি, আবিদ আল হাসানের পিতা উজিরপুরের সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক হাওলাদার আজ বেলা ৩ঃ ৩০ টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।

বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

নিজস্ব প্রতিবেদক :: ক্যান্সার বা কর্কটরোগ অনিয়ন্ত্রিত কোষ বিভাজন সংক্রান্ত রোগের সমষ্টি। এখনো পর্যন্ত এ রোগে মৃত্যুর হার অনেক বেশি। তাই একে এখনো মরণব্যাধি বলা হয়। এ রোগে আক্রান্ত হলে বরিশালের মধ্যবিত্তদের ছুটতে হয় ঢাকায়। আর ধনীরা ছুটে যান বিদেশ। কারণ ক্যান্সার রোগীদের চিকিৎসার জন্য দক্ষিণাঞ্চল তথা বরিশাল বিভাগে বিশেষায়িত কোনো হাসপাতাল নেই। তবে এবারে ক্যান্সার চিকিৎসার জন্য ঢাকা কিংবা বিদেশ নয়, উন্নত চিকিৎসাসেবা সম্ভব হবে বরিশালেই।

দীর্ঘ প্রতিক্ষার পর খোদ বরিশাল বিভাগে নির্মিত হতে যাচ্ছে ক্যান্সার হাসপাতাল। তাও আবার বিভাগের প্রাণকেন্দ্র বরিশাল শহরে।

গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, বহুতল ক্যান্সার হাসপাতালটি বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কম্পাউন্ডের মধ্যে খালি জায়গাতে নির্মিত হতে যাচ্ছে।

প্রকৌশলীরা জানান, শের ই বাংলা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কর্মচারীদের কোয়ার্টারের পেছনের নির্ধারিত জায়গাতে ক্যান্সার হাসপাতালের ভবনটির নির্মাণ কাজ শুরু হবে। এরইমধ্যে গত ২৯ জুলাই পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে দরপত্র আহ্বান করেছে গণপূর্ত বিভাগ। আশাকরা হচ্ছে নভেম্বর মাস থেকেই ভবনটির নির্মাণ কাজ শুরু হবে।

গণপূর্তের বরিশালের নির্বাহী প্রকৌশলী জেরাল্ড অলিভার গুদা জানান, টেন্ডার প্রক্রিয়া শেষে স্থানীয় মন্ত্রী ক্যান্সার হাসপাতাল উদ্বোধনের পর কাজ শুরু হবে নির্মাণ কাজ।

এদিকে ১৭তলার ফাউন্ডেশনে ১৫তলা বিশিষ্ট ক্যান্সার হাসপাতাল ভবন দু’টি বেইজমেন্টসহ নির্মিত হবে বলে জানিয়েছেন গণপূর্তের বরিশালের উপ-সহকারী প্রকৌশলী মো. ওবায়দুল হক।

ক্যান্সার হাসপাতালটিতে চিকিৎসার জন্য ১শ’ শয্যা থাকবে জানিয়ে তিনি আরও বলেন, হাসপাতাল তৈরির জন্য তিন একর জায়গা পাওয়া গেছে। তবে এত জায়গার প্রয়োজন হবে না।

প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, ১৫তলা বিশিষ্ট ক্যান্সার হাসপাতালের ভবনটির জন্য প্রায় ৯৯ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। আর গোটা প্রজেক্টটি ক্যান্সার হাসপাতালের নামে হলেও ১৫ তলার মধ্যে ছয় তলা পর্যন্ত ক্যান্সার হাসপাতালের জন্য নির্ধারিত থাকবে। অপরদিকে বাকি তলাগুলো কার্ডিওলোজি, নেফ্রোলজি এবং বার্ন ইউনিটসহ আরও বেশ কয়েকটি বিভাগের জন্য নির্ধারণ করা হবে।

এদিকে বরিশালে এই প্রথমবারের মতো ক্যান্সার হাসপাতাল নির্মাণ কাজ শুরু হওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছে নগরবাসী।

প্রসঙ্গত, ২০১৯ সালের ১৭ সেপ্টেম্বর একনেকের সভায় বিভাগীয় শহর বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১শ’ শয্যা বিশিষ্ট পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসা কেন্দ্র স্থাপনের অনুমোদন দেওয়া হয়।

আগামী ২২ অক্টোবর বোধন পূঁজার মাধ্যমে এবছর শুরু হতে যাচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবথেকে বড় উৎসব দুর্গা পূজা। কিন্তু করোনা পরিস্থিতির কারণে উদযাপনের রঙ অনেকটা ফিকে হয়ে গেছে। বিভিন্ন নিয়ম কানুনের বেড়াজালে আটকে ফেলা হয়েছে এবারের উৎসব। তবে এ সবকিছুই করা হয়েছে বরিশালবাসীর ভালোর জন্য এমনটাই জানিয়েছেন পূূজা উদযাপন কমিটির নেতৃন্দ। তাই অনাড়ম্বর আয়োজনে এবারের দুর্গা পূজা উদযাপনে বেঁচে থাকার প্রার্থনাই বড় হয়ে উঠেছে।

বরিশাল জেলা ও মহানগর সর্বজনীন পূজা উদযাপন কমিটি সূত্রে জানা গেছে, বরিশাল মহানগরীতে এবার পূজা ম-প হবে ৪২ টি। এর মধ্যে ৬ টি ব্যক্তিগত বাকিগুলো সর্বজনীন। যা গতবারের তুলনায় একটি বেশি।

অন্যদিকে জেলায় ম-প হবে ৫৭৫ টি। এর মধ্যে বরিশাল সদর উপজেলায় ২২ টি, আগৈলঝাড়া ১৫৭ টি, উজিরপুরে ১১০ টি, গৌরনদী ৮০ টি, বাকেরগঞ্জ ৭২ টি,বানারীপাড়া ৫৯ টি, হিজলা ১৫ টি,মুলাদী ১২ টি এবং বাবুগঞ্জ ও মেহেন্দিগঞ্জে ২৪ টি করে ম-প তৈরি করা হবে। জেলাতেও গতবছর চেয়ে একটি ম-প বেশি হবে বলে জানা গেছে।

এছাড়া করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে ম-পগুলোতে কিছু নিয়ম কানুন বেঁধে দেয়া হয়েছে। এর মধ্যে ম-পে ঢুকতে হলে মাস্ক পরিধান করা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া পূজার প্যান্ডেলগুলো রাত ৯ টা থেকে পরদিন সকাল পর্যন্ত বন্ধ থাকবে বলেও জানা গেছে। একই সঙ্গে এবার জেলা কিংবা মহানগরীর কোথাও তোরণ কিংবা অতিরিক্ত আলোকসজ্জা হবে না বলেও জানিয়েছেন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

এদিকে মহানগরীর পূজা ম-প গুলোতে অনলাইনে অঞ্জলি প্রদানের ব্যবস্থা রাখা হচ্ছে বলে জানা গেছে। এছাড়া এবারের বিসর্জন রাতে না করে সন্ধ্যা ৬ টার মধ্যে করে ফেলার নির্দেশনা দেয়া হয়েছে সর্বজনীন সকল ম-প গুলোর কর্তৃপক্ষকে। একই সঙ্গে বিগত দিনে বরিশালে দুর্গা পূজা উপলক্ষে যে মেলা অনুষ্ঠিত হতো তা এবার হবে না।

এ ব্যাপারে বরিশাল মহানগর সর্বজনীন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুরঞ্জিত দত্ত লিটু বলেন, ‘এ বছরের পুরো পরিস্থিতি অন্যরকম। এই পরিস্থিতিতে দুর্গা মায়ের কাছে সকলে চাইবো যেন পৃথিবী দ্রুত সুস্থ হয়ে ওঠে। আর হিন্দুধর্মাবলম্বী সকলের কাছে নিবেদন থাকবে সবাই যেন পূজা উপলক্ষে বেঁধে দেয়া সকল স্বাস্থ্য বিধি এবং অনুশাসন মেনে চলেন’।

সুরঞ্জিত দত্তের কথার সঙ্গে একমত পোষণ করেন বরিশাল জেলা সর্বজনীন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মানিক মুখার্জি গুডু। তিনি বলেন, ‘করোনা ভাইরাসের কারণে এবারের পূজার রং ফিকে হয়ে গেছে। তবুও সবাই মিলে যেন সুস্থ ভাবে আগামীবার পূজায় আনন্দ করতে পারি সেজন্য জীবনঘাতি ভাইরাস মোকাবিলার জন্য পূজা উদযাপনে সকলে নির্ধারিত নিয়ম মেনে চলবো। এতে করে বরিশালবাসীর সঙ্গে সঙ্গে দেশবাসীর মঙ্গল হবে’।

নানা অনিয়ম এবং দুর্নীতির দায়ে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) এর চার কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে।

আজ মঙ্গলবার (০৬ অক্টোবর) সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইসরাইল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে তাদের বহিস্কার করা হয়।

বহিস্কৃত কর্মকর্তারা হলেন, ‘সিটি কর্পোরেশনের প্রধান বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা মো. মশিউর রহমান, প্রকৌশল শাখার উপ-সহকারী প্রকৌশলী (এসও) আবুল কালাম আজাদ, ট্রেড লাইসেন্স সুপারিনটেনডেন্ট আজিজুর রহমান শাহীন ও হাট-বাজার শাখার সুপারিনটেনডেন্ট মো. নুরুল ইসলাম।

বরিশাল সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) স্বপন কুমার দাস এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, ‘পূর্বে থেকেই চাকুরিচ্যুত এই চার কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ রয়েছে। এ কারণে তারা দীর্ঘ দিন ধরে সাময়িকভাবে বরখাস্ত ছিলেন।

সবশেষ তাদের শোকজ করা হয়েছে। এতে নির্দিষ্টকরে উত্তর দিতে না পারায় মঙ্গলবার তাদের চাকুরি থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে।

এর আগে গত মাসে মো. শাহীন নামে আরও একজন কর্মকর্তাকে স্থায়ীভাবে চাকুরিচ্যুত করেছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। তিনি সিটি মেয়র এর ব্যক্তিগত সহকারী ছিলো।

এ নিয়ে গত দুই মাসে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে বরিশাল সিটি কর্পোরেশনের চার কর্মকর্তা স্থায়ীভাবে চাকুরিচ্যুত হলো।

নারী সংগঠনের বিষয়ে হাইকোর্ট বলেছেন, দেশে এতো এতো নারী সংগঠন। তারা আজ কোথায়? তারা কেনো এ ঘটনার বিচার চেয়ে আদালতের কাছে আসলো না। সত্যিই অবাক হলাম। এতো নারী সংগঠনা থাকা সত্ত্বেও একটি নারী সংগঠনও নারী নির্যাতনের এ রোমহর্ষক ঘটনার বিচার চেয়ে আদালতে আসেনি।

নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় আদালতে কোনো নারী সংগঠন এগিয়ে না আসায় ক্ষোভ প্রকাশ করেছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ শুনানির সময় উপরে উল্লেখিত ওই মন্তব্য করেন।

সকালে নারী নির্যাতনের এ ঘটনা আদালতের নজরে এনে ওই ভিডিও অপসারণসহ প্রয়োজনীয় নির্দেশনার আরজি জানান বাংলাদেশ সুপ্রিম কোর্টের একদল পুরুষ আইনজীবী। আদালত তাদের লিখিত আবেদন নিয়ে আসতে বলেন।

দুপুরে শুনানি শেষে আদালত কয়েকটি আদেশের পাশাপাশি একটি রুল জারি করেন। পরে এডভোকেট জামিউল হক ফয়সাল সাংবাদিকদের জানান, আদালত কয়েকটি নির্দেশনাসহ একটি রুল জারি করেছেন। কয়েকটি অবজারভেশনও দিয়েছেন। তবে আদালত একটি বিষয়ে উষ্মা প্রকাশ করেছেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জেডআই খান পান্না, মো. আবদুল্লাহ আল মামুন, এ এম জামিউল হক ফয়সাল। শুনানিতে অংশ নেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন ও সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

গত ২ সেপ্টেম্বর নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ঘটনার ৩২ দিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হওয়ার পর গত ৪ঠা অক্টোবর বিষয়টি প্রকাশ্যে আসে। এর আগে গত রোববার রাতে নির্যাতনের শিকার ওই গৃহবধূ বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মামলা করেন।

 

 

সুনামগঞ্জের জগন্নাথপুরে মেয়েকে উত্যক্ত করা ও ঘর থেকে তুলে নিয়ে যাওয়ার প্রতিবাদ করায় বাবাকে রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।

গতকাল ৫ অক্টোবর রাতে মেয়েটির বাবা আনোয়ার আলীকে (৬৫) আলীগঞ্জ বাজারের কলোনির ভাড়া বাসা থেকে ধরে নিয়ে গিয়ে রড দিয়ে পিটিয়ে আহত করে একই উপজেলার পাইলগাও ইউনিয়নের গুতগাও গ্রামের আংগুর মিয়ার ছেলে শামীম ও তার লোকজন।

স্থানীয় লোকজন ও নির্যাতিতা মেয়ের বাবা আনোয়ার আলী জানান, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার রাজনগর গ্রামে এক ব্যক্তির বাড়িতে গৃহ পরিচারিকার কাজ করতো তার মেয়ে। সেখান থেকে গত ৩০ সেপ্টেম্বর বিকেলে ওই বাসা থেকে তুলে নিয়ে যায় শামীম। তারপর থেকে আর কোন খোঁজ পাওয়া যায়নি। সাত বছর আগে নবীগঞ্জ উপজেলার রাজাবাজ গ্রামের কবির মিয়ার সঙ্গে মেয়ের বিয়ে হয়েছিলো। গত দু’বছর হলো কবির মিয়া তার মেয়েকে তালাক দিয়েছে। এরপর থেকে ১ ছেলে নিয়ে মেয়ে বাবার বাড়িতে অবস্থান করে। তখন থেকে মেয়েকে উত্যক্ত করতো শামীম। সোমবার সন্ধ্যায় আনোয়ার আলী শামীমের কাছে মেয়ের বিষয়ে জানতে চাইলে শামীমের বাড়িতে নিয়ে গিয়ে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।

ঘটনাটি’র একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, মেয়ের বাবার হাতে ও পিঠে পায়ে রডের আঘাতের চিহ্ন।

নির্যাতনের কথা স্বীকার করে আনোয়ার আলী বলেন, আলীগঞ্জ এলাকার বাসা থেকে তাকে গুতগাও গ্রামের শামীম, লিটন, লিয়াকত ও আক্কাই সহ আরও দুইজন তাকে ধরে নিয়ে গিয়ে রড দিয়ে পিটিয়েছে।

তিনি বলেন, বিষয়টি তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্যকে জানিয়েও কোন প্রতিকার পাননি। তার মেয়ে কোথায় আছে তিনি জানেন না।

পাইলগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. মখলুছ মিয়া বলেন, এ ঘটনার বিষয়টি তাকে কেউ জানায়নি।

জগন্নাথপুর থানার ওসি তদন্ত মো. মুসলেহ উদ্দিন আহমেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

জগন্নাথপুর থানার এস আই আরিফ রেজা বলেন, শামীম ও তার লোকজনদের ধরতে রাত থেকে অভিযান চালানো হয়েছে। তার বাড়ি ঘেরাও করে তাকে পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, এলাকায় শামীম একজন সন্ত্রাসী ও মাদকসেবী হিসেবে পরিচিত। সে চুরি ডাকাতিসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। থানায় বেশ কয়েকটি মামলাও রয়েছে তার নামে।

নিজস্ব প্রতিবেদক : গৌরনদীতে কলেজের ছাত্রী শারমিনের মৃত্যুর প্রাথমিক তথ্য পেয়েছে পুলিশ। গৌরনদী মডেল থানার এসআই সাধন কুমার মন্ডল মুঠোফোনে জানিয়েছেন, স্থানীয়ভাবে আমরা জানতে পেরেছি ওই মেয়ের সাথে এক যুবকের প্রেম ছিল। কিন্তু সেই সর্ম্পক অসম হওয়ায় শারমিনের পরিবার মেনে নেয়নি। এ নিয়ে শারমিন ও তার মায়ের সাথে বাকবিতন্ডা হয়। এতে ক্ষুব্ধ হয়ে আত্মহত্যা করেন শারমিন।

সাধন কুমার মন্ডল বলেন, লাশ ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। সোমবার সন্ধ্যা নাগাদ ময়নাতদন্ত শেষ হয়। তবে এ ঘটনায় থানায় কোন অভিযোগ বা কেউ আটক নেই বলে জানান এই পুলিশ কর্মকর্তা। ওই ছাত্রীর সাথে যে যুবকের প্রেম ছিল আমরা তাকে খুঁজচ্ছি।

আত্মহত্যার পর শারমিনের কক্ষ থেকে ক্রুশ, বেনসন সিগারেটের প্যাকেট, র‌্যাপিড প্রেগনেন্সি টেস্টের সরঞ্জামাদি উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বী কারও সাথে অসম প্রেমে জড়িয়ে শারীরীক সর্ম্পক স্থাপন করেছিলেন শারমিন।

পুলিশ জানিয়েছে, শারমিনের লাশ উদ্ধারের পর তার পিতা-মাতা গৌরনদী থেকে গোপনে লাশ তাদের গ্রামের বাড়ি ফরিদপুর জেলার কালকিনি উপজেলার কয়ারিয়া গ্রামে নিয়ে গিয়েছিল। খবর পেয়ে পুলিশ গতকাল (৪ অক্টোবর) লাশ উদ্ধার করে আজ ময়নাতদন্তের জন্য পাঠায়।

মৃত শারমিনের পিতা গৌরনদীর টরকী বন্দরের কাঠ ব্যবসায়ী খোকন সরদার জানান, তার মেয়ে (শারমিন আক্তার) গৌরনদী গালর্স স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রী। তুচ্ছ ঘটনা নিয়ে তার স্ত্রী শনিবার রাতে শারমিনকে গালিগালাজ করেন। এতে অভিমান করে রোববার দুপুরে নিজ বাসার শয়ন কক্ষের ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে শারমিন আত্মহত্যা করে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: দেশে মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। এর প্রভাবে বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। আজ বরিশালসহ দেশের ১৮টি অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

 

সরকারি মেডিকেল ও ডেন্টালের প্রশ্নপত্র ফাঁস চক্রের মাস্টারমাইন্ড আবদুস সালামকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল। সোমবার রাজধানীর রামপুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার দুপুরে সিআইডি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডির সাইবার পুলিশ সেন্টারের বিশেষ পুলিশ সুপার এস এম আশরাফুল আলম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ঢাবি কর্তৃপক্ষের করা মামলার তদন্ত করতে গিয়ে সরকারি মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের সন্ধান পায় সাইবার পুলিশ সেন্টার। ঢাবির ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত এস এম সানোয়ার হোসেনকে গ্রেপ্তারের পর সরকারি মেডিকেল ও ডেন্টাল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত চাঞ্চল্যকর তথ্য পায় সাইবার পুলিশ।

সংবাদ সম্মেলনে সিআইডি জানায়, সানোয়ারের তথ্যের সূত্র ধরে চলতি বছরের ১৯ জুলাই ঢাকার মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় মেডিকেল প্রশ্নপত্র ফাঁসের মাস্টারমাইন্ড জসিম উদ্দিন ভূঁইয়াসহ জাকির হোসেন দিপু এবং পারভেজ খানকে। এ সময় জসিমের কাছ থেকে দুই কোটি ৩০ লাখ টাকার চেক, দুই কোটি ২৭ লাখ টাকার সঞ্চয়পত্র ও পারভেজের কাছ থেকে ৮৪ লাখ টাকার চেক উদ্ধার করা হয়। এসব টাকা মেডিকেল ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছিল।

সিআইডির এই কর্মকর্তা বলেন, ২০ জুলাই মিরপুর মডেল থানায় একটি মামলা করে সিআইডির সাইবার পুলিশ। এই মামলার তদন্ত করতে গিয়ে সরকারি মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্নপ্রত্র ফাঁস চক্রের সঙ্গে জড়িত আরও সাতজনকে গ্রেপ্তার করে সাইবার পুলিশ। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে উঠে আসে আরেক মাস্টারমাইন্ড স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর মেশিনম্যান আবদুস সালামের নাম।

সংবাদ সম্মেলনে এস এম আশরাফুল আলম বলেন, মামলার খবর পেয়ে গা-ঢাকা দেন আবদুস সালাম। সোমবার রাজধানীর রামপুরা বনশ্রী এলাকার জি ব্লকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মানিকগঞ্জের সিঙ্গাইরে একটি হত্যা মামলারও আসামি আবদুস সালাম। ওই মামলায় তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে সিআইডি।

সংবাদ সম্মেলনে বলা হয়, প্রশ্নপত্র ফাঁস চক্রের জসিম ও সালামসহ অন্য সদস্যদের অবৈধভাবে আয় করা সম্পদের খোঁজ শুরু করেছে সিআইডির সাইবার পুলিশ। ইতোমধ্যে জসিম উদ্দিনের ৩৮টি অ্যাকাউন্টের সন্ধান পাওয়া গেছে। এসব অ্যাকাউন্টে ২১ কোটি ২৭ লাখ টাকা জমা রয়েছে।

অন্যদিকে জসিমের স্ত্রী জেসমিন আরা শিল্পীর ব্যাংক অ্যাকাউন্টে তিন কোটি ৭৮ লাখ টাকার সন্ধান পেয়েছে সিআইডি। এ বিষয়ে আরও অনুসন্ধান চলছে। অনুসন্ধান শেষ হলে প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে অবৈধভাবে সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করবে সিআইডির সাইবার পুলিশ।

এদিকে প্রশ্নপত্র ফাঁস চক্রের সঙ্গে জড়িত পাঁচ থেকে ছয়জন চিকিৎসক এবং তিনটি কোচিং সেন্টারের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি।

সংবাদ সম্মেলনে বলা হয়, প্রশ্নপত্র ফাঁস বন্ধে গত কয়েক বছরে সাইবার পুলিশ টানা অভিযান এবং আসামি গ্রেপ্তারের ফলে এটা অনেকাংশে বন্ধ হয়েছে। বিগত বছরগুলোতে যেসব শিক্ষার্থী সরকারি মেডিকেল ও ডেন্টাল পরীক্ষায় ফাঁসকৃত প্রশ্নপত্রের মাধ্যমে ভর্তি হয়েছেন তাদেরকে শনাক্ত করে চক্রের অন্য সদস্যদের আইনের আওতায় নিয়ে আসবে সিআইডির সাইবার পুলিশ।

কুমিল্লার মুরাদনগরে আবু তাহের নামে একজনকে হত্যার দায়ে করা মামলায় তার স্ত্রী জোলেখা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া তার ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেয়া হয়।

ঘুমন্ত অবস্থায় স্বামীর গলায় দা দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যাকাণ্ডের ১১ বছর পর এই রায় ঘোষণা করা হলো।

মঙ্গলবার কুমিল্লার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন এই রায় ঘোষণা করেন। সাজার বিষয়টি নিশ্চিত করেছেন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ২০০৯ সালের ৪ মার্চ রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামগড় ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আবু তাহেরকে ঘুমন্ত অবস্থায় গলায় দা দিয়ে কুপিয়ে হত্যা করে স্ত্রী জোলেখা বেগম। হত্যাকাণ্ড ঘটানোর আগে দিনের বেলায় পারিবারিক নানা বিষয় নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি হয়। পরবর্তীতে রাত ৯/১০টার দিকে স্বামী-স্ত্রী একই বিছানায় ঘুমাতে যায়। এরপর আনুমানিক সাড়ে ১১টার দিকে স্বামী আবু তাহেরকে ঘুমে রেখে গলায় দা দিয়ে কুপিয়ে হত্যা করে স্ত্রী জোলেখা। পরবর্তীতে স্বামীর মরদেহ ঘরে রেখে অন্য পার্শ্ববর্তী বাড়ির পাশে ঝোপের ভেতর লুকিয়ে থাকে। জোলেখা আদালতে বিচারকের সামনে ১৬৪ ধারায় এভাবে জবানবন্দি দিয়েছিলেন।

আরও জানা যায়, হত্যাকাণ্ডের পরদিন পুলিশ আবু তাহেরের মরদেহ উদ্ধার করে এবং স্ত্রী জোলেখাকে ঝোপের ভেতর থেকে আটক করে। এ ঘটনায় তাহেরের ভাই ওয়াহেদ আলী বাদী হয়ে মুরাদনগর থানায় একটি মামলা করেন। মামলায় ১৯ জন সাক্ষীর মধ্যে ১৭ জনের সাক্ষ্য নেয়া হয়।

হত্যাকাণ্ডের দুই মাস পর একই বছরের ৫ মে মামলার চার্জশিট জমা দেন তদন্ত কর্মকর্তা। দীর্ঘ শুনানি শেষে বিচারক আজ রায় ঘোষণা করেন।