মাত্র পাঁচশত টাকার জন্য চিকিৎসা পায়নি কিশোর মৎস শ্রমিক ইয়ামুন মুন্না। ঘটনাটি গতকাল বরিশাল সদর হাসপাতালের চিত্র।

সূত্রে জানা যায়, নগরীর পলাশপুর ৭নং এম হোসন গলির সিরাজ হাওলাদারের ছেলে কিশোর মুন্না পোর্ট রোডে বিভিন্ন মৎস আড়তে নিয়মিত শ্রমিকের কাজ করে। গতকাল বুধবার সকালে কাজ করার সময় অসাবধানবশত তার শরীরের পেটের বামপাশে একটি মাছের কাঁটা ঢুকে যায়। অনেক চেষ্টা করেও মুন্না’র পেটের কাঁটা বের করা সম্ভব হয়নি। একপর্যায়ে কাঁটাটির একমাথা ভেঙ্গে তার পেটের ভিতর থেকে যায়। পরে কাঁটার ব্যাথায় অবস্থা গুরুতর হলে স্থানীয় লোকজনের সহযোগীতায় তাকে বরিশাল সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

সেখানে কর্তব্যরত ব্রাদার চঞ্চল জানায়, পাঁচ শত টাকা না হলে কাঁটা উঠানো সম্ভব নয়। মৎস্য শ্রমিক মুন্না জানায় তার কাছে কোন টাকা পয়সা নেই। এতে ব্রাদার চঞ্চল তার উপর ক্ষিপ্ত হয়ে চলে যেতে বলে। আমি গরীব, টাকা পয়সা নাই তাই সরকারি হাসপাতালে এসেছি বলে অনুরোধ করার পরও মন গলেনি ব্রাদার চঞ্চল’র। ব্রাদার চঞ্চল পুনরায় তাকে চলে যাওয়ার হুমকি দিতে থাকে।

তখন অসহায় দরিদ্র মৎস শ্রমিক কিশোর মুন্না কাঁটার ব্যাথায় কাঁদতে থাকলে ঘটনাস্থলে উপস্থিত একাধিক ব্যক্তি ব্রাদার চঞ্চলকে চিকিৎসার জন্য টাকার কারন জানতে চাইলে তিনি বলেন, আপনাদের এতো মায়া লাগলে টাকা আপনারা দেন। এখানে টাকা ছাড়া তার কাঁটা উঠানো সম্ভব নয়।

এদিকে পুরো ঘটনাটি স্থানীয় এক প্রত্যক্ষদর্শী তার মুঠোফোনে ভিডিও ধারন করেন।

ব্রাদার চঞ্চল’র এহেন সেচ্ছাচারিতা বরিশাল সদর হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। পরে কিশোর মুন্নাকে শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তার পেটের ভিতর ঢুকে যাওয়া মাছের কাটাটি বিনামূল্যে উঠিয়ে দেন।

পিরোজপুরে নির্মানাধীন ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে (বেকুটিয়া সেতু) কর্মরত প্রধান টেকনিশিয়ান চীনা নাগরিক মি. লাওফা (৫৮) দুর্বৃত্তদের ছুিরকাঘাতে নিহত হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় পিরোজপুর সদর উপজেলার বেকুটিয়া সেতু সংলগ্ন কুমিরমারা এলাকায় তার উপর হামলা করে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। তাকে আহত অবস্থায় পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে আসলে রাত পোনে ৮ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নিজাম উদ্দিন চায়না নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে তাকে মুমূর্ষ অবস্থায় নিয়ে আসা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

পিরোজপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতাল এবং ঘটনাস্থলে গিয়েছে। হামলার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশী অভিযান চলছে।এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ৪ বাংলাদেশী শ্রমিককে আটক করা হয়েছে।

পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন জানান, ঘটনার সময় মি. লাওফা নির্মানাধীন সেতু সংলগ্ন চায়না কর্মকর্তাদের আবাসিক ব্যারাক থেকে শ্রমিকদের টাকা দেওয়ার জন্য বাই সাইকেলে করে সেতুর কাজের স্থলে যাচ্ছিলেন। এসময় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি) মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ এক ব্যবসায়ী আটক হয়েছে।

গতকাল ৭ অক্টোবর বিকেল সাড়ে ৪ টার দিকে অভিযান পরিচালনা করা হয় বলে নিশ্চিত করেছে মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার রবিউল ইসলাম স্বাক্ষরিত মেইল বার্তায়।

সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ পরির্দশক (এস আই) দেলোয়ার হোসেন ও এস আই নজরুল ইসলাম।

এয়ারপোর্ট থানাধীন ২৮নং ওয়ার্ডস্থ নথুল্লাবাদ বাস ষ্টান্ড ”আলম ওয়ার্কশপ” এর সামনে পাঁকা রাস্তায় অভিযান পরিচালনা করা হয় ।

এ সময় মহানগর গোয়েন্দা পুলিশ নথুল্লাবাদ এলাকায় অভিযান চালিয়ে মিজানুর রহমানেক সন্দেহ হলে পরে তার দেহ তল্লাশী করে ৬শত পিচ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

 

মাদক ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান (৪৫) ,ঝালকাঠি জেলার কীর্তিপাশা ইউনিয়নের তারপাশা গ্রামের মৃত তৈয়ব আলী হাওলাদারের পুত্র সে। এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলা প্রক্রিয়াধীন।

নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের রূনসী গ্রামে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে চার শিশুকে আটক করেছে পুলিশ। গত রবিবার বিকেলে সংঘটিত এই ঘটনায় মঙ্গলবার (০৬ অক্টোবার) রাতে নির্যাতিতার বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

আটক ৪ শিশুকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার (০৭ অক্টোবার) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করে পুলিশ। বিচারক মো. এনায়েতুল্লাহ তাদের (৪ শিশু) যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে প্রেরনের নির্দেশ দেন বলে জানান আদালতের জিআরও এসআই মো. রাশেদুল।

মামলার বাদী জানান, খেলার কথা বলে গত রবিবার বিকেলে ওই ৪ শিশু তার শিশু কন্যাকে ডেকে বাড়ি সংলগ্ন বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে। পরদিন সোমবার রাতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানতে পারেন অভিভাবকরা। পরদিন মঙ্গলবার সকালে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তারা। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তারী পরীক্ষার জন্য শিশুটিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ইসরাত জেরিন জুঁই জানান, শিশুটির শারীরিক অবস্থা এবং ঘটনার বর্ননা শুনে ধর্ষণের সন্দেহ হয়। পরে তাকে ডাক্তারী পরীক্ষার জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম জানান, আটক ৪ শিশু জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে তাদের মধ্যে একজন ওই শিশুটিকে ধর্ষন করেছে। অপর ৩জন তাকে সহযোগীতা করেছে। এ ঘটনায় বাদীর দায়েরকৃত মামলায় আটক ৪জনকে গ্রেফতার দেখিয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে প্রেরনের নির্দেশ দেন।

বাকেরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার জানান, ভিকটিম এবং অভিযুক্ত সবাই শিশু। তাই প্রচলিত আইনে অভিযুক্তদের বিচার হবে।

মেহেন্দিগঞ্জ প্রতিবেদক : মেহেন্দিগঞ্জ চানপুর ইউনিয়নের পাটনিঘাটা বাজার থেকে ৫পিচ ইয়াবা সহ মিজানুর রহমান সোহাগ (১৯) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় ওই যুবকের অতর্কিত হামলায় এস,আই মেহেদী হাসান আহত হয়েছে।

এস,আই মেহেদী হাসান গণমাধ্যমকে জানান, আজ বিকেল সাড়ে ৫ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে পাটনিঘাটা বাজারে অভিযান চালিয়ে বেল্লাল হোসেন হাওলাদারের ছেলে সোহাগকে আটক করা হয়।

এসময় সোহাগ এস,আই মেহেদী হাসানকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং সাথে থাকা ইয়াবাগুলি পুকুরে ছুরে মারেন। তখন এস,আই মেহেদী হাসান ও এ,এস,আই অনিমেষ সোহাগকে আটক করে ৫ পিচ ইয়াবা উদ্ধার করেন।

এবিষয়ে মেহেন্দিগঞ্জ থানার ওসি মোঃ আবিদুর রহমান জানান, সোহাগকে ইয়াবা সহ আটক করা হয়েছে। তার হামলায় এস আই মেহেদী হাসান আহত হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

অনলাইন ডেস্ক :: নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার জেলার সুবর্ণচরে নূর জাহান বেগম (৪২) নামে এক গৃহবধূকে চার টুকরো করে কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

 

বুধবার (৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার চরজব্বার ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর জাহাজমারা গ্রামের প্রভিটা ফিডের পেছনের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত নূর জাহান বেগম উপজেলার চরজব্বার ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত আব্দুল বারেকের স্ত্রী।

চরজব্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই গৃহবধূর মরদেহের দুই টুকরো উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তার মাথা আর কোমরের অংশ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই গৃহবধূকে কেটে চার টুকরো করে হত্যা করা হয়েছে। তবে তার শরীরের বুক ও পায়ের অংশ এখনও খুঁজে পাওয়া যায়নি।

নিহতের ছেলে হুমায়ন কবির (২৮) জানান, বুধবার ভোর থেকে তার মা নিখোঁজ ছিল। পরে স্থানীয় এক নারী বিকেলের দিকে ধানক্ষেতের আইলে শামুক খুঁজতে গিয়ে টুকরো টুকরো মরদেহ দেখতে পায়। পরে বিষয়টি জানাজানি হলে তিনি মরদেহের পাশে শামুকের ব্যাগ দেখে মায়ের মরদেহ শনাক্ত করেন।

ওসি সাহেদ উদ্দিন চৌধুরী জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

নিজস্ব প্রতিবেদক :: বরিশালের আগৈলঝাড়ায় পানিতে পরে এক বছরের শিশুর মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সীমান্তবর্তী রামশীল গ্রামের সঞ্চিত বাড়ৈর এক বছরের মেয়ে হিয়া বাড়ৈ বুধবার সকালে ঘরের সামনের উঠানে খেলতে গিয়ে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।

পরে খোঁজাখুঁজি করে পুকুর থেকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সৈকত জয়ধর তাকে মৃত্যু ঘোষণা করেন। তার মৃত্যুতে ওই পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঝালকাঠি প্রতিনিধি :: যৌবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করলেও বৃদ্ধ বয়সে দরিদ্রতা পিছু ছাড়েনি ঝালকাঠির মুক্তিযোদ্ধা মো. আবদুল মান্নান সিকদারের (৬৫)। সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়নের দক্ষিণ পূর্ব রামচন্দ্রপুর গ্রামের ভাঙা ঘরেই পরিবার নিয়ে বসবাস করছেন তিনি। অর্থকষ্টে ভাঙা ঘরটিও সংস্কার করতে পারছেন না। চরম দরিদ্রতার কষাঘাতে দিন পার করছেন তিনি। বৃদ্ধ বয়সে তার মাসিক সম্মাতি ভাতার ১২ হাজার টাকা দিয়ে কোনোমতে সংসার চালাচ্ছেন। স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে তাঁর। এর মধ্যে ২ মেয়ের বিয়ে হয়েছে। বড় ছেলে ঢাকায় ছোট একটি চাকরি করে নিজের খরচ বহন করে। আর ছোট ছেলে বিএম কলেজে লেখাপড়া করে।

জানা যায়, সংসার চালাতে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছেন বৃদ্ধ মুক্তিযোদ্ধা মো. আবদুল মান্নান সিকদার। তাইতো ভাঙা ঘরে বসবাস করছেন দেশের এই শ্রেষ্ঠ সন্তান। অর্থাভাবে সংস্কার করতে পারছেন না বসতঘরটি। দুই কক্ষবিশিষ্ট জরাজীর্ণ একটি টিনশেড ঘরে বসবাস করছেন। একটু বৃষ্টি হলেই ছিদ্র টিনের চালা থেকে পানি পড়ে ঘরের আসবাবপত্র ভিজে যায়।

মুক্তিযোদ্ধা মো. আবদুল মান্নান সিকদার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করেছি। দেশ স্বাধীনের পরে পুলিশ বিভাগে যোগদান করেছি। ২০০৪ সালে চাকরি থেকে অবসরে যাবার সময়ে কোনোমতে থাকার জন্য একটি টিনশেড ঘর করেছি। নগদ টাকা বলতে কিছুই নেই, যার কারণে ঘর মেরামত করতে পারছি না। বর্তমানে বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ঘর নির্মাণের জন্য আর্থিক সহযোগিতা করার ঘোষণা দিয়েছেন। আমি অসচ্ছল মুক্তিযোদ্ধাদের আবাসন বরাদ্দের জন্য আবেদন করেছি। আবাসন নির্মাণের জন্য অর্থ বরাদ্দ পেলে আমার উপকার হবে, আমাকে আর ভাঙা ঘরে থাকতে হবে না।

ঝালকাঠি সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মধ্য থেকে মাত্র শতকরা ৬ ভাগ মুক্তিযোদ্ধা প্রথম পর্যায়ে গৃহ নির্মাণের এ অর্থ পাবেন। ঝালকাঠি সদর উপজেলায় এপর্যন্ত ১৮৬টি আবেদন পড়েছে ঘর নির্মাণের অর্থ বরাদ্দ পাওয়ার জন্য। এর মধ্য থেকে কয়েক দফায় যাচাই-বাছাই করে প্রকৃত যারা অস্বচ্ছল তাদেরকেই অর্থ বরাদ্দ দেওয়া হবে।

 

লিটন বাইজিদঃ বরিশালের বাবুগঞ্জ থানার মাদপপাশা ইউনিয়নের বাড়ইখালি এলাকায় মামা কর্তৃক ভাগ্নের ২ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায় মাধবপাশা ইউনিয়নের বারইখালি এলাকায় গত ৬ অক্টোবর আনুমানিক বেলা ১ টার দিকে ব্যাংক থেকে টাকা উঠিয়ে বাড়ি ফেরার পথে রাস্তা আটকিয়ে মামুন মিরা নামক এক ব্যাক্তির কাছ থেকে তার আপন মামা জলিল হাওলাদার, তার পূত্র শুভ হাওলাদার এবং মোস্তফা হাওলাদার নামের তিনজন ছুড়ি দেখিয়ে টাকা নিতে চাইলে মামুন টাকা দিতে দেড়ি করলে এক পর্যায়ে তাকে ছুরি দিয়ে আঘাত করে এবং টাকা নিয়ে পালিয়ে যায়। এ সময় মামুনের সাথে তার ছোট ভাই রাহাত মিরা, নিরব নামে আরো ২ জন সাথে ছিলো। ঘটনার প্রত্যক্ষদর্শী টিনের দোকানদার রাজু নামের এক ব্যক্তি। প্রসঙ্গত মামুনের সাথে তার মামা জলিল হাওলাদারের পারিবারিকভাবে শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়। পরে ভুক্তভোগী মামুন বিমানবন্দর থানায় মামার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ করেন। । বর্তমানে ভুক্তভোগী মামুন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এ ব্যাপারে অভিযুক্ত জলিল হাওলাদারের কাছে ফোন দিলে তাকে পাওয়া যায়নি। বিমানবন্দর থানার ওসি মোহাম্মদ জাহিদ হাসান বলেন আমরা অভিযোগ পেয়েছি অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত চলছে, অভিযোগ প্রমাণিত হলে তাকে আইনের আওতায় আনা হবে।

ফারজানা নাদিরা||
ঝালকাঠির কর্মহীন হয়ে পড়া অসহায় এক পরিবারের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে পাশে দাড়িয়েছেন শহরের আলোকিত সেই যুবক সবির হোসেন। কর্মহীন শ্বশুর ও জামাতাকে কিনে দেয়া হয়েছে সবজি বোঝাইি ভ্যানগাড়ি। আর তা ঘুরে ঘুরে বিক্রি করে এখন থেকে চলবে অসহায় পরিবাটির জীবন-জীবিকা।
ঝালকাঠির উপজেলার বাসন্ডা ও নথুল্লাবাদ ইউনিয়নের সীমান্তবর্তী প্রত্যন্ত গ্রাম বাড়ইগাতি। এ গ্রামের ৭০ উর্ধ্বো বৃদ্ধ মোবাক্ষের মীরের দুই মেয়ে ও এক ছেলেকে বিয়ে দিয়ে বৃদ্ধ স্ত্রীকে নিয়ে সীমাহীন দারিদ্রতার সাথে দিন কাটছিল। মাঝেমধ্যে এক মেয়ে-জামাতা তাকে আর্থিক সাহায্য করতেন। কিন্তু খুলনার জুটমিলের চাকরী চলে যাওয়ায় পর সেই মেয়ে-জামাতাও উঠেছেন শ্বশুর বাড়িতে। এ যেন মরার উপর খড়ার ঘা। বৃদ্ধের অপর দুই ছেলে-মেয়েরও আর্থিক অবস্থা খারাপ হওয়ায় তাদের কাছ থেকে কোন সাহায্য জোটেনা। ফলে চরম অনাটনে দিশেহারা হয়ে পড়ে এ পরিবারটি। আর তখনই অসহায় পরিবারটির পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন ঝালকাঠির সমাজ সেবক ও যুবলীগ নেতা ছবির হোসেন। শ্বশুর ও জামাতার জন্য সবজি ব্যবসার ব্যবস্থা করে দেন। সাজানো ভ্যানে করে এখন থেকে সবজি বিক্রি করে চলবে এ অসহায় পরিবারটির জীবিকা। বুধবার সকালে শহরের পূর্বচাঁদকাঠি বাজার এলাকায় ৫০ হাজার টাকা খরচ করে একটি তরকারী বোঝাই ভ্যান কিনে তা বৃদ্ধের হাতে তুলে দিয়েছেন সমাজের এই আলোকিত ছবির হোসেন। জীবিকায় কর্মসংস্থানের নতুন ঠিকানা পেয়ে অসহায় বৃদ্ধ দারুণ খুশি। আর সমাজ সেবক যুবলীগ নেতা ছবির হোসেন বলেন, এক মাসের চাল ডাল কিনে দিলে অভাব দূর হত না। তাই স্থায়ী ভাবে অসহায় পরিবারটির দারিদ্রতা দূর করার জন্য সবজি ব্যবসার ব্যবস্থা করেছি। সমাজের বিত্তবানদের এমন কাজে এগিয়ে আসতে তিনি আহ্বান আলোকিত এই ব্যক্তি।
প্রসঙ্গত, ঝালকাঠির এই সমাজ সেবক এর আগেও গৃহহীন পরিবারকে ঘর তুলে দেয়া, ফুটপাতের নারী মুচিকে দোকান ঘর জুতা স্যান্ডেলের ব্যবসার ব্যবস্থা করে দেয়াসহ করোনায় কর্মহীন হয়ে ঝালকাঠির শহরের পরিবারকে সহযোগিতার করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন।