বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে ইলিশ মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে আহত হয়ে নৌকা থেকে পড়ে নিখোঁজের প্রায় ৫২ ঘন্টা পরে জেলে রিয়াজের (২০) লাশ নদীতে ভাসমান অবস্থায় পাওয়া গেছে। মঙ্গলবার (২১ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সন্ধ্যা নদীর বাংলাবাজার এলাকার খাল মুখে রিয়াজের ভাসমান লাশ তার মামা খোকন দেখতে পেয়ে লোকজন নিয়ে উদ্ধার করেন।

দুর্ঘটনার পরে বরিশাল ও বানারীপাড়ার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরীরা ওই দিন ১৯ জুন রবিবার বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় ৪ ঘন্টা ও ২০ জুন সোমবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় সাড়ে ৩ ঘন্টা চেষ্টা চালিয়েও রিয়াজের সন্ধান পাননি। এছাড়া ঘটনার পর সন্ধ্যা নদীতে মাইকিং করে রিয়াজের নিখোঁজের বিষয়টি এলাকাবাসীকে জানানোরর পাশাপাশি স্বজন ও স্থানীয়রা ৮/১০টি ট্রলার নিয়ে সন্ধ্যা নদীর বানারীপাড়া ও পার্শ্ববর্তী স্বরূপকাঠি এবং উজিরপুর উপজেলার বিভিন্ন স্থানে রিয়াজের খোঁজ চালায়। অবশেষে ২১ জুন মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রিয়াজের মরদেহ নদীর বাংলাবাজার খাল মুখে ভেসে ওঠে।

প্রসঙ্গত, ১৯ জুন রবিবার বিকাল সাড়ে তিনটার দিকে প্রচন্ড বজ্রসহ ঝড় বৃষ্টির মধ্যে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের দিদিহার গ্রামের বাসিন্দা ফারুক হোসেনের বড় ছেলে রিয়াজ ও একই এলাকার ইব্রাহিমের ছেলে সিফাত (১৫) নলশ্রী ট্রলার ঘাট সংলগ্ন সন্ধ্যা নদীতে জাল দিয়ে ইলিশ মাছ ধরছিলো। এসময় বজ্রপাতে তারা দুজন আহত হয়ে নদীতে পড়ে যায়। অপর জেলেদের সহায়তায় স্থানীয়রা সিফাতকে উদ্ধার করতে পারলেও রিয়াজ নিখোঁজ হয়। খবর পেয়ে তাকে উদ্ধারের জন্য বানারীপাড়া ও বরিশাল ফায়ার সার্ভিস কর্মীরা ছুটে এসে একনাগারে প্রায় ৪ ঘন্টা আপ্রান চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ফিরে যান। সোমবার (২০ জুন) সকালে তারা পুনরায় এসে উদ্ধার চেষ্টা চালিয়েও রিয়াজের কোন সন্ধান পাননি। এদিকে রিয়াজের মরদেহ তার দিদিহার গ্রামের বাড়িতে নেওয়ার পরে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। বাবা-মাসহ স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারি হয়ে ওঠে। স্বজনদের কান্না বিলাপে উপস্থিত সবাইকে অশ্রুসজল করে। খবর পেয়ে রাত ৯টার দিকে রিয়াজের বাড়িতে বানারীপাড়া থানা থেকে পুলিশ যায়।

এদিকে স্থানীয় ইউপি সদস্য জামাল হোসেন জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় ও দুর্গন্ধ বের হওয়ায় প্রশাসনের অনুমতি নিয়ে
রাতেই লাশ দাফনের কথা রয়েছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসা নিশ্চিতের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

বুধবার (১৫ জুন) বেলা দেড়টার দিকে বরিশাল জেলা আইনজীবি সমিতির সামনে এ কর্মসূচি পালন করে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরিশাল জেলা
ইউনিট।

সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদের সঞ্চলনায় এতে সভাপতিত্ব করেন বরিশাল ইউনিটের সভাপতি অ্যাডভোকেট মহসিন মন্টু।

সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী আইনজীবী কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, বরিশাল আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. শহিদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদেকুর রহমান লিঙ্কন, আইনজীবী ফোরাম সদস্য ও বরিশাল জেলা যুবদল সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু।

সমাবেশে শেষে আইনজীবী সমিতি ভবনের দোতালায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।

বরিশালে মাদক মামলায় ছয় বছরের সাজাপ্রাপ্ত যুবককে অসুস্থ মায়ের সেবা ও ১০০টি গাছ রোপণের শর্তে মুক্তি দিয়েছেন আদালত। বুধবার (১৫ জুন) বিকালে বরিশালের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা আসামি মেহেদি হাসান বাবুকে ছয় বছরের কারাদণ্ড ও ১০ হাজার জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেন।

 

মেহেদি নগরীর ২১নং ওয়ার্ড এলাকার ভাড়াটিয়া বাসিন্দা ও মেহেন্দীগঞ্জের দাদপুর এলাকার আলাউদ্দিন খানের ছেলে। আসামিপক্ষের আইনজীবী সৈয়দ ওবায়দুল্লাহ সাজু মামলার বরাতে জানান, বিচারক তিন শর্তে দণ্ডিত আসামির জামিন মঞ্জুর করেন।

শর্ত তিনটি হলো- দ্বিতীয়বার এ ধরনের অপরাধে জড়িত হবেন না, অসুস্থ মায়ের সেবা করবেন, ১০০টি ঔষধি, ফলজ ও বনজ গাছ রোপণ করবেন। আগামী দুই বছর তার সব কর্মকাণ্ড পর্যবেক্ষণ করবেন সমাজসেবা অধিদফতরের প্রবেশন কর্মকর্তা।

 

শর্তের কোনও ব্যত্যয় ঘটলে আদালতকে অবহিত জানাবেন। সেই থেকে ঘোষিত দণ্ড কার্যকর হবে। মামলার নথিসূত্রে জানা গেছে, ২০২১ সালে ২৩ অক্টোবর নগরীর ২২নং ওয়ার্ডের ঈদগাহ লেনের আফসানালয়ে বাবুর ভাড়া বাসার কক্ষ থেকে ১৫ বোতল ফেনসিডিলসহ আটক করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

এ ঘটনায় ডিবি পুলিশের এসআই সুজিত গোমস্তা বাদী হয়ে দুজনকে আসামি করে মামলা করেন। মামলার অপর আসামি হলেন নগরীর করিম কুটির এলাকার নেহার মঞ্জিলের ভাড়াটিয়া আবুল খায়েরের ছেলে রুবেল হাওলাদার।

 

ডিবির এসআই মঞ্জুরুল হাসান দুই আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন। ২০২০ সালের ১০ জানুয়ারি আদালত চার্জশিট গ্রহণ করেন। আইনজীবী সাজু জানান, আদালত চার্জ গঠনের সময় রুবেলকে বাদ দিয়ে একমাত্র বাবুর বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরু করেন।

 

কোনও ধরনের সাক্ষ্যগ্রহণ ছাড়া আসামি দোষ স্বীকার করায় এই রায় দেন। প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ জানান, পরিবার দণ্ডিত যুবক বাবুর ওপর নির্ভরশীল। প্রথমবারের মতো এ ধরনের অপরাধে জড়িয়েছেন।

লঘু দণ্ড হিসেবে তাকে পুনর্বাসনে সুযোগ দেওয়া হয়েছে। সে অনুযায়ী আগামী দুই বছর বিচার আদালতের ভৌগলিক এলাকা ত্যাগ করতে পারবেন না। এ সময়ের মধ্যে একই অপরাধে লিপ্ত হবেন না। ভদ্র ও ভালো ব্যবহার এবং আচার আচরণ প্রদর্শন করবেন। ঔষধি, ফলজ ও বনজ গাছ রোপণ ও পরিচর্যা করবেন। নিয়মিত মসজিদে নামাজ আদায় করবেন।

অসুস্থ মায়ের নিয়মিত সেবা যত্ন করবেন। আইন মান্যকারী পরিশ্রমী ও সু-নাগরিক হিসেবে বসবাস করবে। ভবিষ্যতে কোনও মামলা হলে আদালতের দেওয়া সাজা ভোগ করতে হবে। মেহেদী হাসান বাবু জানান, আদালতের আদেশে খুশি ও ভবিষ্যতে এ ধরনের আর কোনও অপরাধে জড়াবেন না। আদালতের দেওয়া নির্দেশ মেনে চলবেন।

বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাদঁপাশায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাল ভোট দেয়ার অভিযোগে দ্বশম শ্রেনীর এক স্কুল শিক্ষার্থীকে আটক করা হয়েছে। বুধবার দুপুর ১ টার দিকে ঐ ইউনিয়নের ১নং ওয়ার্ডের আরজি কালিকাপুর মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় তলার ভোট কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।আটককৃত স্কুল শিক্ষার্থী নাদিয়া আক্তার (১৫) ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেয়া মোরগ প্রতীকের মেম্বার প্রার্থী মোসলেহ উদ্দীন হাজীর মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শাহ মো. আরিফুল ইসলাম। তিনি বলেন, নাদিয়া আক্তার মোরগ প্রতীকের প্রার্থী মোসলেহ উদ্দীন হাজীর মেয়ে। জাল ভোট দেয়ার অভিযোগে তাকে আটক করা হয়েছে। প্রিসাইডিং অফিসার বলেন, ওই ওয়ার্ডে ২হাজার ৩শত ১৬জন ভোটার রয়েছেন। এর মধ্যে নারী ভোটার ১১৪৮জন ও পুরুষ ভোটার রয়েছেন ১১৬৮জন। ভোট কেন্দ্র ১৭ জন আনসার সদস্য ও বিপুল সংখক পুলিশ সদস্য নিয়োজিত রয়েছেন। এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ হালদার জানান, শুনেছি জাল ভোট দেয়ার অভিযোগে এক নারীকে পুলিশের হেফাজতে দিয়েছেন প্রিসাইডিং অফিসার। এখন পর্যন্ত থানায় আসেনি। থানায় আসলে বিস্তারিত বলতে পারবো

দুর্নীতির মামলায় ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ারকে (৬৫) কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (১৫ জুন) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন তার জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন। খবরের সত্যতা নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সঞ্জীব সরকার। তিনি জানান, গত ৩০ মে জ্ঞাত আয় বহির্ভূত তিন কোটি ৪৫ হাজার ৩৫৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ময়মনসিংহ দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক রামপ্রসাদ বাদী হয়ে গোলাম সরোয়ারের নামে পৃথক পৃথক ৪টি মামলা দায়ের করেন। ওই মামলায় ওসি গোলাম সারোয়ারসহ তার তিন ছেলে এনামুল হক, নাজমুল হক ও মঞ্জুরুল হককে আসামি করা হয়। আজ (১৫ জুন) দুপুরে ওই মামলায় ওসি গোলাম সরোয়ার ও তার ছেলে এনামুল হক আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন চান। এ সময় বিচারক ছেলে এনামুল হকের জামিন মঞ্জুর করলেও ওসি গোলাম সারোয়ারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অ্যাড. সঞ্জীব সরকার আরও জানান, ওই মামলায় ওসি গোলাম সারোয়ারের অপর দুই ছেলে পলাতক রয়েছেন। তারা হলেন- নাজমুল হক এবং মঞ্জুরুল হক।

 ঝালকাঠির রাজাপুরে ভাড়াটে লোকজন দিয়ে জমি দখলকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন নারী আহত হয়েছে। বুধবার সকালে উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালি মুন্সিবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা জানায়, জমিজমা নিয়ে রাজাপুর উপজেলার পুটিয়াখালি এলাকার মো. ফারুক হোসেন সিকদার ও মো. ইউনুস মুন্সির আদালতে মামলা চলছে। বুধবার সকালে ইউনুস মুন্সির পরিবারের দখলে থাকা জমি ফারুক হোসেন সিকদার তার পরিবারের এবং ভাড়াটে লোকজন নিয়ে দখলের চেষ্টা করে বলে দাবি প্রতিপক্ষের লোকজনের। এ সময় উভয়পক্ষের নারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলে দুইপক্ষের অন্তত পাঁচজন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
Enter

You sent

বরগুনার পাথরঘাটায় সাবেক ছাত্রলীগ নেতা জাকির হাওলাদারকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ উঠেছে। জাকিরের বাবা আব্দুল মজিদ এ অভিযোগ করেন। তার অভিযোগ মঙ্গলবার রাত দশটার দিকে কাকচিড়া ইউনিয়ন পরিষদের সামনে জাকিরকে গাড়ি চাপা দিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। নিহত জাকির হাওলাদার পাথরঘাটা উপজেলার কাকচিড়া সাংগঠনিক থানার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। জাকিরের বাবা জানান, তার ছেলের সাথে স্থানীয় জলিল ও খলিল হাওলাদারের দেনাপাওনা নিয়ে মামলা মোকদ্দমা চলছে। মামলার রায়ে গত তিনমাস আগে তাদের ১ বছরের সাজাসহ ১২লাখ টাকা জরিমানা করেন বরগুনার জজকোট । এই আসামিরা এখনও পলাতক রয়েছেন। এছাড়া পাথরঘাটা কুপধন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়িও তার ছেলের সঙ্গে প্রতিপক্ষের লোকজনের দ্বন্দ্ব চলছে। জাকিরের বাবার অভিযোগ, এসব বিরোধের জের ধরে তার ছেলেকে হত্যা করেছে প্রতিপক্ষ। জাকিরের ভাই তাপস হালদার জানান, মঙ্গলবার রাত দশটার সময় তার ভাই স্কুল কমিটির নির্বাচনের প্রচারণা শেষে কাকচিড়া বাজারে ফিরছিল । এই সময় ইউনিয়ন পরিষদের সামনে একটি গাড়ি তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে খবর দিলে তিনি জাকিরেক অ্যাম্বুলেন্সে করে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে উদ্দেশ্যে রওয়ানা দেন। পথে রাজাপুর উপজেলা সদরে জাকির মারা যায় । তিনি আরও জানান, সকালে জাকিরের মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে । ময়নাতদন্ত শেষে হত্যা মামলা দায়ের করা হবে। পাথরঘাটা থানার ওসি আবুল বাশার জানান, জাকিরের মরদেহ বরগুনা জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, মামলা করার পরে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

একটানা দশ বছর স্বামী-স্ত্রী’র মত ঘর সংসার পরিচালনার পরও কাবিননামা না করায় ভোলা সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন বরিশালে এক নারী। নিজেকে একজন ধর্ষিতা নারী হিসাবে দাবি করে বরিশালের কোতয়ালী থানায় মামলা দায়েরের পরে সাংবাদিক সম্মেলন করে ধর্ষকের শাস্তি দাবি করেছেন ঐ নারী। সংবাদ সম্মেলনে ঐ নারী জানান, ২০১০ সালে তিনি ঝালকাঠির সমাজসেবা অফিসে ছয় মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণের জন্য ভর্তি হলে তৎকালীন ঝালকাঠির সমাজ সেবা অফিসার মো. দেলোয়ার হোসেনের পরিচয় হয়। এ সুবাদে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠলেও ওই নারীকে পরিবারের সদস্যরা অন্যত্রও বিয়ে দিয়ে দেয়। কিন্তু এরপরেও দেলোয়ার হোসেন তার সাথে যোগাযোগ রাখায় পারিবারিক অশান্তির কারনে স্বামীর সাথে ঐ নারীর বিবাহ বিচ্ছেদ ঘটে। আর এ সুযোগে দেলোয়ার হোসেন ঐ নারীর সাথে সংসার করার প্রস্তাব দিলে সে বাড়ি ছেড়ে ভোলায় কর্মরত দোলোয়ারের হোসেনের কাছে চলে যায়। পরে তারা স্বামী স্ত্রী পরিচয় দিয়ে বরিশাল নগরীর নথুল্লাবাদ বাসা ভাড়া নেন। এর পর থেকে সাপ্তাহিক ছুটির দিনে ভোলা থেকে দেলোয়ার হোসেন বরিশাল চলে আসতেন এবং দুজনে সুখের সংসার শুরু করেন। পরে তারা বাসা পরিবর্তন করে স্বামী-স্ত্রী পরিচয়ে নগরীর মীরা বাড়ির পুল সংলগ্ন এলাকায় এবং বর্তমানে নিকটবর্তী স্থানে বাসা ভাড়া নিয়ে বসবাস করা শুরু করেন। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার সন্ধ্যায় দেলোয়ার হোসেন ভোলা থেকে এসে আবার রোববার সকালে ভোলা যেতেন। এমনকি ২/১ দিনের সরকারি ছুটি থাকলেও দেলোয়ার হোসেন বরিশাল চলে আাসতেন। দেলোয়ার হোসেন বাড়িভাড়া সহ অন্যান্য সকল খরচ বহন করতে থাকেন। এমনকি ঐ নারী দু বার গর্ভবতী হলেও দেলোয়ার হোসেনের প্ররোচনায় গর্ভের সন্তানকে নষ্ট করে ফেলেন। গত ফেব্রæয়ারি মাসে ঐ নারী দেলোয়ার হোসেনের কাছে আইনানুগভাবে স্বামী-স্ত্রী হিসাবে বসবাস করার দাবি জানালে দেলোয়ার হোসেন ভোলায় চলে যান। পরবর্তি ঐ নারী ভোলায় গিয়ে দেলোয়ারকে বরিশালে আনার চেষ্টা করেও ব্যর্থ হয়ে বরিশাল কোতেয়ালী থানায় ধর্ষণের মামলা দায়ের করেছেন বলে জানান। এ ব্যাপারে অভিযুক্ত দেলোয়ার হোসেনের সাথে সাংবাদিকগন সেল ফোনে যোগাযোগ করলে তিনি জানান, ওই নারী ব্যক্তিগতভাবে পরিচিত হওয়ায় দুজনের একত্রে ছবিও থাকতে পারে। এমনকি তিনি মাঝে মাঝে ওই নারীর ঘরে যেতেন বলেও স্বীকার করেন। তবে সমাজসেবা অধিদপ্তরের ভোলা জেলার উপ-পরিচালক মো. নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, তিনি অভিযোগ পেয়েছেন। অভিযোগকারী নারী তার কাছেও গিয়েছিলেন বলে জানিয়ে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেযা হবে বলেও জানান সমাজ সেবা কর্মকর্তা।

 পটুয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে এ পর্যন্ত তিনজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১৫ জুন) সকালে কলাপাড়া উপজেলার লতাচাপলি ইউনিয়নে দুজন এবং সদর উপজেলার কালিকাপুরে একজনকে জরিমানা করা হয়। জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, কলাপাড়া উপজেলার লতাচাপলি ইউনিয়নের খাজুরা আশ্রয়ন ভোটকেন্দ্রে অনধিকার প্রবেশের দায়ে দুই বহিরাগতকে ১০ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। অপরদিকে পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ডিবুয়াপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রে মোটরসাইকেল নিয়ে প্রবেশের দায়ে রাফসান (২২) নামের এক যুবককে এক হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। তবে সকাল ৮টা থেকে শুরু হওয়া এই নির্বাচনে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল থেকে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান, জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ্ সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে আব্দুল খালেক সরদার (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুন) সকালে ইউনিয়নের পশ্চিম জয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে গেলে তার মৃত্যু হয়। বিকালে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। তিনি উপজেলার পশ্চিম জয়শ্রী গ্রামের মৃত আজহার আলী সরদারের ছেলে। খালেক সরদারের নাতিন জামাই মাহফুজুর রহমান মাসুম বলেন, ‘সকালে ভোট দিতে পশ্চিম জয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান তার দাদা শ্বশুর।সেখানে বুথে প্রবেশের পর ফিঙার প্রিন্ট না মেলায় দায়িত্বরতরা ভালোভাবে হাত ধুয়ে আসার অনুরোধ জানান। তখন বুথ থেকে বের হয়ে হাত ধোয়ার জন্য কেন্দ্রের বাইরে যাওয়ার সময় অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান।’ ছেলে সেলিম সরদার বলেন, ‘আব্বাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকের ধারণা হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। এরপর বিকালে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়।’ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শওকত আলী জানান, হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর স্বজনরা লাশ নিয়ে বাড়িতে চলে যান। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
Enter

You sent