নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় দেলোয়ার বাহিনীর দেলোয়ারসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেছে আদালত। এসময় অভিযোগপত্রের অপর আসামি ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন সোহাগকে মামলা থেকে অব্যাহতির আদেশ দেওয়া হয়।

বিজ্ঞাপন
বুধবার (২৪ মার্চ) দুপুরে শুনানি শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জয়নাল আবেদীন এ আদেশ দেন।

এর আগে, ২০২০ সালের ১৪ ডিসেম্বর ১৪ আসামির বিরুদ্ধে পিবিআই আদালতে অভিযোগপত্র দাখিল করেন। একই বছরের ৫ অক্টোবর নির্যাতিতা নারী বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলাটি দায়ের করেন।

বিজ্ঞাপন
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মামুনুর রশিদ লাভলু জানান, শুনানিকালে চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে ৯ জন আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামিদের মধ্যে চারজন পলাতক রয়েছে।

উল্লেখ্য, বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামে গত ২ সেপ্টেম্বর রাতে ওই নারী পিটিয়ে নারীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে ব্যবসায়ী ও দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার। এরপর ৪ অক্টোবর দুপুরে ওই ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েল জেলায় তথা দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। পরে এ ঘটনায় দায়েরকৃত নির্যাতন, ধর্ষণ ও পর্ণগ্রাফি মামলা অধিকতর তদন্তের জন্য পিবিআইতে হস্তান্তর করা হয়।

শামীম আহমেদ :: বরিশালের গৌরনদী উপজেলার কমলাপুর গ্রামে অগ্নিকাণ্ডে ১১২ শতক জমির প্রায় পাঁচ শতাধিক পানবরজ ভস্মিভূত হয়েছে। এতে বরজ মালিকদের প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বুধবার সকালে স্থানীয়রা জানান, কমলাপুর গ্রামের আব্দুর রশিদ মজুমদারের পান বরজের উপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুৎতের লাইন থেকে মঙ্গলবার বিকেলে আগুনের সুত্রপাত ঘটে। মূহুর্তের মধ্যে আগুন চার দিকে ছড়িয়ে পরলে রশিদ মজুমদার, নাসিম হাওলাদার, স্বজল দাস, ও সোহেল মেলকারের পাঁচ শতাধিক পানবরজ পুড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইউপি চেয়ারম্যান নুর আল আলম সেরনিয়াবাত, উপজেলা প্রকৌশলী ওহিদুর রহমান, ইউপি সদস্য গিয়াস উদ্দিন মৃধা, মহিলা সদস্য হেলেনা খানমসহ অন্যান্যরা।

নিজস্ব প্রতিবেদক :: ঝালকাঠিতে এক কিশোরীকে ধর্ষণের অপরাধে রানা ও নাদিম নামের ২ যুবককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। আজ বুধবার (২৪ মার্চ) দুপুরে ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল ২ এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসকেএম তোফায়েল হাসান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মামলার আদেশের বিষয়টি রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনাকারী অতিরিক্ত সরকারি কৌঁসুলি মোস্তাফিজুর রহমান মনু নিশ্চিত করেন।

আদালত সূত্রে জানা যায়- ২০১৪ সালের ১২ ফেব্রুয়ারি ওই কিশোরীকে ঘরে রেখে তার মা বাহিরে গেলে সেই সুযোগে একা পেয়ে ওড়না দিয়ে মুখ বেঁধে ধর্ষণ করে রানা ও নাদিম। রাত ১০টার দিকে মা বাসায় ফিরে আসলে ওই কিশোরী মাকে ঘটনা জানায়। এর লোকলজ্জার ভয়ে কিছু না বললে ধর্ষণে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

এ ঘটনায় ২০১৪ সালের ১৮ জুন মেয়েটির মা বাদী হয়ে ঝালকাঠি থানায় ওই দুই যুবককে আসামি করে একটি মামলা করেন।
ঝালকাঠি সরদ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গৌতম কুমার ঘোষ মামলাটি তদন্ত করে ওই বছরের ১৫ সেপ্টেম্বর আদালতে প্রতিবেদকন জমা দেন। ৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেন।

আসামিপক্ষে আইনজীবী মিজানুর রহমান মুবিন বলেন, পরবর্তীতে উচ্চ আদালতে আসামিদ্বয়ের মুক্তি চেয়ে আপিল করা হবে।’

নিজস্ব প্রতিবেদক :: বরগুনার বেতাগীর সরিষামুড়ি ইউনিয়নে নির্বাচনকে কেন্দ্র করে রফিক বিশ্বাস নামের এক যুবককে কুপিয়ে জখম করেছে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইউসুফ শরীফের লোকজন। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে স্থানীয় ভোড়া গ্রামে এ ঘটনা ঘটে। রফিক বিশ্বাস সরিষামুড়ি ইউনিয়নের ভোড়া গ্রামের বাসিন্দা। নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ইমাম হোসেন দাবি করেছেন শিপন তার কর্মী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোড়া এলাকায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য প্রার্থী ফোরকান সিকদারের বাড়িতে কর্মিসভা থেকে ফিরছিলেন রফিক বিশ্বাস। সে সময় ইউসুফ শরীফের ছেলে আজিম, জয়নাল মেম্বরের ছেলে সোহেল, টিটু মেম্বারসহ বেশ কয়েকজন ইউসুফের বাড়ির সামনে অবস্থান করছিল। রফিক সেই পথে যাওয়ার সময় তাকে ডেকে পাশের একটি ঘেরে নিয়ে কুপিয়ে জখম করে। এ সময় ইউসুফ শরীফের নিরাপত্তায় মোতায়েন বেতাগী থানা ও চান্দখালী পুলিশ ফাঁড়ির পাঁচজন পুলিশ ওই বাড়িতেই অবস্থান করছিলেন। চিৎকার শুনে তারা রফিককে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রবীন্দ্রনাথ সরকার জানান, আহত রফিকের ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।

আক্রান্ত রফিকের চাচা জয়নাল বিশ্বাস বলেন, ‘রফিক রাজধানী ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করে। নবজাতক সন্তানকে দেখতে সপ্তাহখানেক আগে বাড়িতে আসে। তখন ইউসুফের ছেলেরা নির্বাচনে তাদের পক্ষ হয়ে কাজ করতে বলে রফিককে। তাতে রাজি না হওয়ায় ইউসুফ ও তার ছেলেরা ক্ষুব্ধ হয়ে সকালে রফিকদের তিনটি ঘরে আগুন দেয়। আর রাতে রফিককে কুপিয়ে জখম করে।

ওই ইউনিয়নের চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী ইমাম হোসেন শিপন বলেন, ‘ইউসুফ শরীফ ও তার ছেলেরা চার মাস আগে আমাকে কুপিয়ে জখম করেছিল। পঙ্গুপ্রায় অবস্থায় আমি নির্বাচনে অংশ নিয়েছি। জামিন নিয়ে ইউসুফ বাহিনী এলাকায় ফিরেই একের পর এক তাণ্ডব চালাচ্ছে।

অভিযোগ করেন, ‘পুলিশের সামনেই আমার ওপর হামলা হয়েছিল। আর আজকে পুলিশি পাহারায় আমার সমর্থককে কোপানো হয়েছে। ইউসুফ ও তার ছেলেদের জামিন বাতিল করে গ্রেপ্তার না করলে তারা একের পর এক সন্ত্রাস সৃষ্টি করবে।’

এ প্রসঙ্গে জানতে স্বতন্ত্র প্রার্থী ইউসুফ শরীফের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

অনুরুপ প্রসঙ্গে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু জানান, পুলিশ আহত অবস্থায় রফিককে উদ্ধার করে বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।

পুলিশের উপস্থিতিতে হামলা অভিযোগ বিষয়ে ওসি তপু বলেন, ‘পুলিশ ওই এলাকায় টহলরত থাকলেও ঘটনাস্থল থেকে অনেকটা দুরে ছিল।’

সরিষামুড়ি ইউনিয়নের কালিকাবাড়িতেই ২০২০ সালের ২০ নভেম্বর বিকেলে হামলার শিকার হন বর্তমান চেয়ারম্যান ইমাম হাসান শিপন।

এ ঘটনায় ইউসুফ, তার দুই ছেলেসহ ১৪ জনকে আসামি করে বেতাগী থানায় মামলা হয়। ওই দিনের পর থেকে লাপাত্তা ছিল ইউসুফ ও তার পরিবার।

গত সপ্তাহে হাইকোর্ট থেকে জামিন পান তারা। গত শুক্রবার এলাকার আসেন ইউসুফ। এবং ওই দিনও ইউসুফ ও শিপন সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৫ জন আহত হয়।’

 

বরিশালে স্বাধীনতা দিবস উপলক্ষে চুরি মামলায় এক বছরের দণ্ডিত পুরুষ কয়েদীর মুক্তি দেয়াসহ কারাগার পরিদর্শণের পাশাপাশি কারাবন্দিদের মাঝে করোনা থেকে সুরক্ষা থাকার জন্য মাস্ক বিতরণ করা হয়।

আজ বুধবার (২৪ মার্চ) সকাল ১০ টায় বরিশাল কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে অপরাধী সংশোধন ও পূনর্বাসন সমিতি, সমাজসেবা অধিদফতর ও বরিশাল কেন্দ্রীয় কারাগারের আয়োজনে কারাগার থেকে একজন কয়েদীর মুক্তি দেওয়া হয়। একই সময় কারাগার পরিদর্শণ করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। পাশাপাশি তিনি কারাবন্দিদের মাঝে অপরাধী সংশোধন ও পূনর্বাসন সমিতি মাধ্যমে মাস্ক বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক গৌতম বাড়ৈ, বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল-মামুন তালুকদার, জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস, বরিশাল কেন্দ্রীয় কারাগারের সুপার প্রশান্ত কুমার বনিক, প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজসহ আরও অনেকে।

শুরুতে অতিথিরা সংক্ষিপ্ত এক আলোচনা শেষে কারাগারের বন্দিদের মাঝে মাস্ক বিতরণ করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। পরে প্রধান অতিথি জেলা প্রশাসকসহ কমিটির সদস্যদের সাথে নিয়ে কারাগার পরিদর্শণ করেন । পরিশেষে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আব্দুর রহমান মাঝি নামের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে মুক্তি দেওয়া হয়। তিনি একটি চুরি মামলায় এক বছর সাজা ভোগের কিছুদিন বাকি থাকায় জেলখানায় তার আচার-আচরণ সব দিক বিবেচনা করে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সুপারিশে স্বরাষ্ট্রমন্ত্রণালয় কর্তৃক আদেশক্রমে আজ জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার তাকে অবমুক্ত করেন।

এসময় জেলা প্রশাসক তাকে ফুল এবং নতুন পোশাক দিয়ে শুভেচ্ছা জানান। পাশাপাশি তার ভবিষ্যৎ জীবনের কথা বিবেচনা করে তাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জীবিকা নির্বাহ করার জন্য একটি রিক্সা দেয়ার আশ্বাস প্রদান করেন।

স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের বাড়িতে বাড়িতে গিয়ে সম্মাননা জানিয়েছেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

প্রতিবছরের ন্যায় জেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে ও মঙ্গলবার বিকেলে বীর মুক্তিযোদ্ধাদের বাড়িতে বাড়িতে গিয়ে পরিদর্শন করার পাশাপাশি মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা, মিষ্টি, পোশাক এবং প্রাইজবন্ড প্রদান করা হয়। বরিশালে গত কয়েক বছর ধরে জেলা প্রশাসনের পক্ষ থেকে মহান স্বাধীনতা দিবস ও বিজয় দিবসের প্রাক্কালে মুক্তিযোদ্ধাদের বাড়িতে বাড়িতে গিয়ে মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানানো হয়। তারই ধারাবাহিকতায় এবারও মহান স্বাধীনতা দিবসকে সামনে রেখে জেলা প্রশাসনের পক্ষ থেকে সদর উপজেলার ১৫জন বীর মুক্তিযোদ্ধার বাড়িতে বাড়িতে গিয়ে এ সম্মাননা জানানো হয়েছে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিব আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, অতিরিক্ত জেলা মাজিস্ট্রেট গৌতম বাড়ৈ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুনিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কেএসএম মহিউদ্দিন মানিক বীর প্রতীক, মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরী প্রমুখ।

ভোলার ইলিশা ফেরিঘাট এলাকা থেকে তিন কেজি গাঁজাসহ মো. সোহেল হাওলাদার নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পঁচিশোর্ধ্ব যুবককে সদর থানা পুলিশের একটি টিম মঙ্গলবার সন্ধ্যায় সেখানকার ২ নম্বর পন্টুন থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সোহেল হাওলাদার বরিশাল শহরের ২৫ নম্বর ওয়ার্ডের রুপাতলীর আলী আকবর হাওলাদারের ছেলে।

পুলিশ জানায়, কচটেপ ও পলিথিনে মোড়ানো গাঁজা নিয়ে ইলিশা ফেরি পাড়ি দিয়ে বরিশালের উদ্দেশে যাচ্ছিল সোহেল হাওলাদার। এসময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

ভোলা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ফরিদের এই অভিযানে নেতৃত্বে অভিযানে অংশ নেন এএসআই মাইনুল হাসান, এএসআই গুলজার হোসেন।

এই ঘটনায় পুলিশ বাদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে।

 

নিজস্ব প্রতিবেদক|| পিরোজপুরের এলজিডির নির্বাহী প্রকৌশলী আব্দুল সত্তার অসুস্থতার কথা বলে ছুটি নিয়ে ভাইয়ের নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগ পাওয়া গেছে।শুধু তাই নয়, পটুয়াখালী এলজিইডিতে থাকাকালীন অবস্থায় বিভিন্ন অনিয়মের কারণে তাকে বদলি করে পিরোজপুরে।কিন্তু যোগদান করার দুই দিন পর ভাইয়ের আওয়ামীলীগের মনোয়নপত্র সংগ্রহ করতে ঢাকা যান এবং ক্ষমতার প্রভাব খাটিয়ে মনোনয়নপত্র নিয়ে আসেন।মনোনয়নপত্র এনে এলজিডিতে অসুস্থতার কথা বলে নিজ এলাকায় ভাইয়ের নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে।নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, নির্বাহি প্রকৌশলী আব্দুলসত্তার অসুস্থতার কথা বলে ছুটি নিয়ে বরিশাল রাহাত আনোয়ার হাসপাতালের ৯১২ নম্বর রুমে ভর্তি হন।কিন্তু ভর্তি হয়ে চিকিৎসা না নিয়ে, সরকারি গাড়ি নিয়ে আমতলী গুলশাখালী ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তার ভাই অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির নির্বাচনী প্রচারণা চালাচ্ছে।ও সেখানের ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থীকে বসিয়ে দেওয়ার জন্য এলজিডির গাড়ি নিয়ে চরমোনাই জান।সেখান থেকে ব্যর্থ হয়ে আবার ফিরে আসেন।এ ব্যাপারে নয়ন নামের আরেক বাসিন্দা জানান,নির্বাহী প্রকৌশলীর পাওয়ার খাটিয়ে দুই বারের নির্বাচিত চেয়ারম্যান কে বসিয়ে দিয়ে তার ভাইকে আওয়ামীলীগের মনোয়নপত্র এনে দেন।ওই ব্যক্তি আরো জানান,তার ভাইদের নামে আরো অভিযোগ রয়েছে। তার আরেক ভাই প্রফেসর খালেক ঘরপোড়া সহ আরো তিনটি গুরুত্বপূর্ণ মামলা রয়েছে। আব্দুলসত্তার পটুয়াখালী দায়িত্বপালন অবস্থায় বড় কাজগুলো তাদের ভাইদের দ্বারা করিয়েছে এবং এলজিইডির বড় কাজগুলো ঠিকাদারদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে তাদের পেয়ে দিয়েছেন। এ ব্যাপারে নির্বাহী প্রকৌশলী আব্দুল সত্তারের কাছে জানতে চাইলে সে জানান,আমি অসুস্থ তাই রাহাত আনোয়ার এ ভর্তি হয়েছি। তবে হাসপাতাল থেকে বের হয়েছি অফিশিয়াল জরুরী মিটিং করার জন্য ।এ ব্যাপারে রাহাত আনোয়ার হাসপাতালে কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তারা জানান,মিটিং করার জন্য বাহিরে বের হয়েছে। কিন্তু হাসপাতালে আরেকটি সূত্রে জানা যায়,হাসপাতালে ভর্তি হয়েছে কিন্তু হাসপাতালে সে এক ঘন্টার জন্য থাকেনি। ওই সূত্রটি আরো নিশ্চিত করেছে সে নির্বাচনী মিটিং করার জন্য হোটেল আলীতে উঠেছিল ঐদিন। বরিশাল হোটেল আলীর ম্যানেজার জানান, স্যার সকাল সাড়ে আটটায় এসেছিলেন তার লোকজনের কাছে। (একথার ভিডিও রেকর্ড রয়েছে)। আমতলী গুলশাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন ,নির্বাহী প্রকৌশলীর ছেলে সিফাত চারটি লাইসেন্সবিহীন দামি গাড়ি নিয়ে এলাকায় মহড়া দেন প্রতিনিয়ত। এরমধ্যে উল্লেখযোগ্য গাড়ি হল এলিয়েন, প্যারাডো (সমস্ত কথার অডিও রেকর্ড রয়েছে)। এগুলো ক্রয় করতে প্রায় কোটি টাকা ব্যয় হয়েছে। এত টাকার উৎস কোথায়?

মো:রাজিবুল হক (বরগুনা সংবাদদাতা):
বরগুনার বামনা উপজেলায় মফস্বল সাংবাদিক ফোরামের কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের বরগুনা জেলা সমন্বয়কারী এম. ডি. রিয়াজ হোসেন, ও সহ-সমন্বয়কারী সাইদুল ইসলাম মন্টু।
গতকাল সোমবার (২২ মার্চ) বামনা প্রেসক্লাব মিলনায়তনে বামনা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার উপজেলা প্রতিনিধি ওবায়দুল কাদের দুলাল আকন এর সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক মতবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি নাসির মোল্লা এর সঞ্চালনায় উপস্থিত সাংবাদিকবৃন্দের মতামতের ভিত্তিতে দৈনিক ইত্তেফাক প্রত্রিকার বামনা সংবাদদাতা ও প্রেসক্লাবের সহসভাপতি প্রভাষক মোঃ হাবিবুর রহমান কে সভাপতি ও দৈনিক আমাদের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ ওমর ফারুক সাবু কে সাধারণ সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

ভোলা প্রতিনিধি :: ভোলায় সৎ মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে স্বামীর গোপনাঙ্গ কেটে দিয়েছেন স্ত্রী। আহত ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালে পাঠানো হয়।

সোমবার (২২ মার্চ) দুপুরে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুই বছর আগে দ্বিতীয় বিয়ে করেন ওই ব্যক্তি। তার দ্বিতীয় স্ত্রীরও এটা দ্বিতীয় বিয়ে ছিল। বিয়ের পর থেকে তাদের মধ্যে তেমন বনিবনা ছিল না। দ্বিতীয় স্ত্রীর আগের সংসারের একটি মেয়ে রয়েছে। সে অষ্টম শ্রেণিতে পড়ে। সোমবার ওই মেয়েকে যৌন হয়রানির অভিযোগ ওঠে স্বামীর বিরুদ্ধে। এতে ক্ষুব্ধ হয়ে স্বামীর বিশেষ অঙ্গ ব্লেড দিয়ে কেটে দেন স্ত্রী।

পরে তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ওই ব্যক্তিকে আহতাবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল নিয়ে যাওয়া হয়।

ভোলা মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) মো. আরমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ওই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেই। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

তিনি আরও জানান, এ ঘটনায় আহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে একটি মামলার প্রস্তুতি চলছে।