শামীম আহমেদ ॥ দেশব্যাপি কোভিড (১৯) করোনার ভাইরাস নতুন করে প্রাদুভার্ব সৃষ্টি হওয়ার কারনে বরিশাল জেলা প্রশাসনের তত্ববধায়নে জেলার সকল পর্যায়ের সংস্থা করোনা প্রতিরোধের জন্য নগরবাসী সহ জেলার সকলস্থানে জনগণকে সচেতন,দুরত্ব বজায় রেখে চলাচলের প্রচার-প্রচারনা এবং মাক্স বিতরনের পাশাপাশি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অর্থদন্ডের জরিমানার কাজ করে যাচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

 

আজ সোমবার (২২) মার্চ সকাল ১১ টায় সমাজ কল্যাণ পরিষদের সহযোগীতায় ও বরিশাল জেলা সমাজসেবার আয়োজনে নগরীর বীর শ্রেষ্ঠ ক্যাপটেন মহিউদ্দিন জাহাঙ্গির সড়ক সদররোডে নগরের পথচারীদের মাঝে মাক্স বিতরনের কার্যক্রমের উদ্ধোধন করেন জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দার।

 

এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল জেলা সমাজসেবা উপ-পরিচালক আল-মামুন তালুকদার,বিভাগীয় কার্যালয়ের সমাজসেবা উপ-পরিচালক একেএম আখতারুজ্জামান, জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, বীর মুক্তিযোদ্ধা এমজি কবীর ভুলু, মোঃ হোসেন চৌধুরী সহ সমাজ সেবা অধিদপ্তরের বিভিন্ন প্রর্যায়ের কর্মকর্তা কর্মচারী গণ।

 

পরে নগরীর বিভিন্নস্থানে পথচারীদের মাঝে মাক্স বিতর করেন তারা।

 

এসময় জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দার পথচারীদের বলেন, আমি জেলা প্রশাসক না। আমি আপনাদের ভাই হয়ে রাস্তায় এসে দাড়িয়েছি।

 

আপনারা কোভিড মুক্ত ও সুস্থ জীবন-যাপন করলে আমি নিজেও শান্তি পাব। আপনারা নতুন করে নিজেদের সচেতনতার মাধ্যমে করোনাকে দুরে রেখে চলাচল করবেন।

 

তিনি বলেন, আপনি আক্রান্ত হলে আপনার ঘড়ের কেহ রক্ষা পাবে না। তাদেরকে সুস্থ রাখবেন সেই সাথে অন্যকে সস্থি রাখার জন্য নিয়মিত মাক্স ব্যবহার করার আহবান জানান।

( বরগুনা সংবাদদাতা):
বরগুনার বামনা উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী মোঃ কামরুল ইসলাম নিজাম মৃধাার বিরুদ্ধে আচারন বিধি লঙ্ঘনের অভিযোগ উঠছে।নিয়ম অনুযায়ী ২৫ মার্চ প্রতিক বরাদ্দ হবে এর পর প্রচার প্রচারনা করতে পারবে।তার আগেই সে খোলা মাঠে মাইক টানিয়ে পথ সভা করছেন।গতকাল রবিবার মধ্য কাকচিড়া প্রাথমিক বিদ্যালয়ের নিচে জনসমাগম করে পথসভা করেছে।এভাবেই সে প্রতিনিয়ত আইনের তোয়াক্কা নাকরে পথসভা করে যাচ্ছেন।এতে স্বতন্ত্র প্রার্থীরা উদ্দিগ্ন।সুষ্ঠ নির্বাচন হবে বলে তাদের মনে দেখা দিয়েছে সংশয়।
স্বতন্ত্র প্রার্থী মো:আবুসালেহ জানান নৌকার প্রার্থী আইনের তোয়াক্কা নাকরে যে হারে নির্বাচনি প্রচারনা চালাচ্ছেন তাতে গ্রহনযোগ্য নির্বাচন হবে বলে আমার মনে হচ্ছেনা।একমাত্র তিনি আওয়ামীলীগের দলিও প্রার্থী ছাড়া আমরা সাতজনই স্বতন্ত্র প্রার্থী। তিনি যেভাবে খামখেয়ালিপনা সুরু করেছেন তাতে আমাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করা ছাড়া উপায় দেখছিনা।
এদিকে বামনা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:সাইতুল ইসলাম লিটু মৃধা সরকারী গাড়ী ব্যবহার করে নির্বাচনি প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।এলাকার সচেতন নাগরিকের মনে প্রশ্ন দেখা দিয়েছে সরকারি গাড়ী ব্যবহার করে কিভাবে একজন চেয়ারম্যান নির্বাচনি প্রচারনায় অংশগ্রহণ করে।জেলা নির্বাচন অফিসার দিলিপ কুমার হাওলাদার জানান নিয়মানুযায়ী প্রচার প্রচারনার তারিখের পূর্বে কেহ প্রচার প্রচারনা করতে পারবেনা,করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক জানান আমি বিষয়টি গুরুত্বের সাথে দেখবো।অবাধ ও সুষ্ঠ নির্বাচন হবে তানিয়ে কোনো সংশয় নেই।

শামীম আহমেদ :: স্বাস্থ্যবিধি মেনে চলি, করোনা প্রতিরোধ করি, মাস্ক পড়ার অভ্যাস করি কোভিড মুক্ত সুন্দর একটি বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্য নিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের আয়োজনে কোভিড-১৯ নিয়ন্ত্রণে জন সচেতনতামূলক কর্মসূচী পালন করার লক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি, মাস্ক বিতরন সহ বিভিন্ন যান-বাহনে জনসচেতনামূলক স্টিকার বিতরণ করা হয়।

আজ রোববার (২১ মার্চ) সকাল সাড়ে ১১ টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বর খেকে কর্মসূচীর উদ্ধোধন করেন প্রধান অতিথি বরিশাল মেট্রোপলিটন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপরেশন) এনামুল হক।

বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম পিপিএম এর সঞ্চলনায় এসময় প্রধান অতিথি এনামুল হক বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিয়মিত মাক্স পরিধান, শারিরীক দুরুত্ব বজায় ও ঘড়ে বাহিরে হাত ধৌত করার পরিবেশ সৃষ্টি করার কারনেই এদেশে করোনা প্রতিরোধ করে বিশ্বে বিভিন্ন দেশের মধ্যে ৩৪তম স্থান অর্জন করতে সক্ষম হয়েছে দেশের মানুষের সচেতনতার কারনেই।

বিশ্বের এই করোনাকালে আমাদের সামাজিক ও মানসিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। সরকারের কঠোর পদক্ষেপের কারনেই পরিস্থিতি নিয়ন্ত্রন করা সম্বভ হয়েছে।

এই কোভিড-১৯ মহামারী আবার দ্বীতিয় ধাপে নতুন করে দেখা দিয়েছে তাই আপনার আমার সকলকে সচেতন হয়ে চলা ফেরা করতে হবে।

এসময় আরো বক্তব্য রাখেন- উপ-পুলিশ কমিশনার (দক্ষিন) মোক্তার হোসেন। এখানে আরো উপস্থিত ছিলেন মেট্রোপলিটন পুলিশ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা গণ।

এরপরে অতিরিক্ত পুলিশ কমিশনার এনামুল হক অন্য সকল পুলিশ কর্মকর্তাদের নিয়ে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা সহ বিভিন্ন যানবাহনে নিজ হাতে করোনা সচেতনতামূলক স্টিকার লাগিয়ে দেয়।পরে তিনি নগরীতে পুলিশ সদস্যদের নিয়ে একটি র‌্যালি বেড় করে সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার টাউন চত্বরে এসে শেষ করেন।

নিজস্ব প্রতিবেদক :: পিরোজপুরে একটি বাগান থেকে ১৪৭ টি গাঁজা গাছসহ আরিফ শেখ (৩০) নামে এক মাদক ব্যবাসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

রোববার(২১ মার্চ) দুপুরে পিরোজপুর সদর উপজেলার শারিকতলা-ডুমরিতলা ইউনিয়নের উত্তর রানীপুর গ্রামের রহমান মুন্সির বাড়ির বাগান থেকে মাদক ব্যবসায়ী আরিফকে গ্রেপ্তারসহ এ গাঁজা গাছ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আরিফ শেখ সদর উপজেলার শারিকতলা-ডুমরিতলা ইউনিয়নের উত্তর রানীপুর গ্রামের জলিল শেখের ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছে পিরোজপুর ডিবি পুলিশের এসআই দোলোয়ার হোসাইন জসীম। এ সময় মাদক ব্যবসায়ীর কাছ থেকে ১০০ গ্রাম গাঁজাও উদ্ধার করা হয়।

পিরোজপুর ডিবি পুলিশের এসআই দোলোয়ার হোসাইন জসীম জানান, গোপান সংবাদের ভিত্তিতে সদর উপজেলার উত্তর রানীপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আরিফ কে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আরিফ গাঁজা গাছ চাষের কথা স্বীকার পায়। পরে উত্তর রানীপুর এলাকার রহমান মুন্সির বাড়ির বাগানে অভিযান চালিয়ে ১৪৭ টি গাঁজা গাছ উদ্ধার করা হয়।

এসআই দোলোয়ার হোসাইন জসীম আরো জানান, গ্রেপ্তার আরিফ শেখের বিরুদ্ধে গাঁজা ব্যবসা ও গাঁজাগাছ চাষের অপরাধে মাদকদ্রব্যে নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হবে।

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার গৌরনদী মডেল থানা পুলিশ ৭৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর আজ রবিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে পূর্ব বেজহার এলাকা থেকে নলচিড়া ইউনিয়নের কালনা গ্রামের মাদক বিক্রেতা জাফর খন্দকার ও পিঙ্গলাকাঠী গ্রামের রাব্বি সিকদারকে ৭৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানার এসআই মোঃ শাহজাহান বাদি হয়ে মামলা দায়ের করেছেন।

জি মরফিন ইনজেকশন বিক্রির অপরাধে যুবায়ের ইসলাম রাসেল নামে এক মাদক ব্যবসায়ীকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২১ মার্চ) বরিশালের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রফিকুল ইসলাম এ রায় দেন বলে জানিয়েছেন বেঞ্চ সহকারী হেদাতুন্নবী জাকির।

রাসেল বরিশাল নগরীর কেডিসি বালুর মাঠ এলাকার রাজ্জাক স্মৃতি কলোনির মালেক মোল্লার ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, রাসেলকে ২০১৯ সালের ৯ জুন বরিশাল নগরীর গোড়া চাঁদদাস রোড এলাকায় অভিযান চালিয়ে আটক করে ডিবি পুলিশ। এসময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০ জি মরফিন ইনজেকশন উদ্ধার করা হয়।

এতে ওইদিনই তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন।
তদন্তে সত্যতা পেয়ে ডিবির এসআই মহিউদ্দিন একই সালের ২৮ জুলাই আসারির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।

রাষ্ট্রপক্ষ ৯ জনের সাক্ষ্যগ্রহণে সক্ষম হয়। সাক্ষ্য প্রমাণে দোষী সাব্যস্ত হলে অনুপস্থিতিতে রাসেলকে ওই সাজা দেন আদালত। রায়ের সময় পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী সাবেক সিভিল সার্জন ডা: শাহ মোজাহিদুল ইসলামের বিরুদ্ধে দুদকের দায়ের কৃত মামলার অভিযোগ পত্র গ্রহণ করে পটুয়াখালীর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিজ্ঞ বিচারক রোখসানা পারভীন গ্রেফতারী পরোয়ানা জারির আদেশ প্রদান করেছেন।বরাদ্দকৃত সরকারি অর্থ উত্তোলন পূর্বক অর্থের কাজ না করে ভূয়া, জাল ভাউচার ব্যবহার করে আত্মসাৎ করার অভিযোগ দুদকের দায়ের কৃত মামলার অভিযোগ পত্র গ্রহণ করে আদালত এ আদেশ প্রদান করেন।

আজ রোববার মামলা আমলের গ্রহণের তারিখ সিনিয়র স্পেশাল জজ আদালতের বিজ্ঞ বিচারক রোখসানা পারভীন মামলাটি আমলে গ্রহণ করিয়া আসামি ডা: শাহ মোহাম্মদ মুজাহিদুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ প্রদান করেন ।

অভিযোগপত্রে বিবরণে জানা গেছে, পটুয়াখালী জেলার সাবেক সিভিল সার্জন ডা: শাহ মোজাহিদুল ইসলাম জেলার দুমকি উপজেলার তৎকালীন টিএইচও ডাক্তার মোঃ শহীদুল আলম এম এস কোর্সের জন্য ছুটিতে থাকায় তিনি জেলার দুমকি উপজেলার অতিরিক্ত আয়ন-ব্যায়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পান। এ সময় ডা: শাহ মোজাহিদুল ইসলাম ২০১৭ -১৮ অর্থবছরে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জন্য কমিউনিটি বেইজড হেলথ কেয়ার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য বরাদ্দকৃত ৩০ লাখ টাকা ভ্যাট ও আয়কর কর্তন পূর্বক ভূয়া, জাল ভাউচার ব্যবহার করে বরাদ্দকৃত ৩০ লাখ টাকার ২৬লাখ ৬৭ হাজার ৮৯৮ টাকা উত্তোলন করে আত্মসাতের প্রাথমিক অনুসন্ধানে সত্যতা পাওয়ায় ১৩ নভেম্বর ২০১৮ সালে দণ্ডবিধির ৪০৯, ৪২০,৪৬৭,৪৬৮, ও দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় পটুয়াখালী সদর থানায় এজাহার দায়ের করেন পটুয়াখালী জেলা দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মানিক লাল দাস। পরবর্তীকালে মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোজাম্মিল হোসেন তদন্ত শেষে সত্যতা থাকায় ১৬ ফেব্রুয়ারী ২০২১ সালে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিষ্কার-পরিচ্ছন্নতার ২৫ লাখ ৯১ হাজার ৯৪৪ টাকা ভুয়া বিল ভাউচার এর মাধ্যমে উত্তোলন পূর্বক আত্মসাতের আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

পটুয়াখালীর সাবেক সিভিল সার্জন ডা: শাহ মোজাহিদুল ইসলাম বর্তমানে উপ পরিচালক হিসেবে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল দিনাজপুরে কর্মরত আছেন বলে অভিযোগ পত্রে উল্লেখ রয়েছে।

বরগুনা প্রতিনিধি :: বরগুনার বেতাগীতে মসজিদ কমিটির সভাপতি ‘সেজে’ এলএ সেকশন থেকে বরাদ্দকৃত ৬ লাখ ৬৯ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম রব শুক্কুর মীরের বিরুদ্ধে। তিনি উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও বরগুনা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক।

জানা যায়, বুড়ামজুমদার ইউনিয়নে তাল বাড়ি গ্রামের সিকদার বাড়ি জামে মসজিদের পরিচালনা কমিটির সভাপতি থাকা সত্যেও মসজিদ কমিটির ভুয়া সভাপতি ‘সেজে’ ইউপি চেয়ারম্যান মসজিদ স্থানান্তরের জন্য ক্ষতিপূরণ বাবদ (০৪/১৫-১৬ নং এল এ কেসের বিধি মোতাবেক ১৭১ নং ক্রমিক) বরাদ্দকৃত ৬ লাখ ৬৯ হাজার ২৬১টাকা চেকের মাধ্যমে উত্তোলন করে আত্মসাৎ করেন।

মসজিদ কমিটি সূত্রে জানা গেছে, বরাদ্দের বিষয়ে বর্তমান ইউপি চেয়ারম্যান শুক্কুর মীরের কাছে মসজিদের সভাপতি সোবাহান পরামর্শ নিতে যান। কিন্তু পরামর্শ না দিয়ে চেয়ারম্যান নিজেই গোপনে মসজিদের ভুয়া কমিটির সভাপতি সেজে সম্পূর্ণ টাকা আত্মসাৎ করেন। এতে ওই এলাকার মুসল্লিদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। তারা মসজিদ ফান্ডের জন্য ওই বরাদ্দ অর্থ চেয়ারম্যানের কাছ থেকে ফেরত পাওয়ার জন্য প্রশাসনে হস্তক্ষেপ কামনা করছেন।

এ ব্যাপারে ভিন্নমত পোষণ করে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান গোলাম রব শুক্কুর বলেন, ‘আমি টাকা উত্তোলন করেছি এবং যে সব কাজে টাকা খরচ করেছি তার ভাউচার আমার কাছে আছে। খরচের পর বাকি টাকা একটি ব্যাংক অ্যাকাউন্টে জমা করা আছে।’

তবে তিনি ওই মসজিদের সভাপতি কিনা জানতে চাইলে এড়িয়ে যান।

এ বিষয়ে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সুহৃদ সালেহীন বলেন, ‘মসজিদের বরাদ্দকৃত অর্থ আত্মসাতের ব্যাপারে চেয়ারম্যানের বিরুদ্ধে যে অভিযোগ পাওয়া গেছে তার তদন্ত চলছে। অতি শিগগিরই এর প্রতিবেদন পাব এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এবার বরিশালের সদর রোডস্থ এরিনা হোটেল থেকে ৩০ বছর বয়সি এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মিরন হাওলাদার নামের ওই যুবকের লাশটি রোববার দুপুরে হোটেলের ৬০৮ নম্বর কক্ষ থেকে উদ্ধার করে কোতয়ালি থানা পুলিশ। এর একদিন আগে শহরের নথুল্লাবাদস্থ শরিফ আবাসিক হোটেল থেকে আল আমিন নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে মেট্রোপলিটন বিমানবন্দর থানা পুলিশ। একদিনের ব্যবধানে আবাসিক হোটেল থেকে দুটি লাশ উদ্ধারের ঘটনায় জনমনে নানান প্রশ্নের সৃষ্টিসহ আতঙ্ক বিরাজ করছে।

কোতয়ালি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রুম্মান জানান, এরিনা থেকে উদ্ধার মিরন হাওলাদারের পরিচয় ইতিমধ্যে নিশ্চিত হয়েছে পুলিশ। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সন্তান। গতকাল শনিবার রাতে তিনি হোটেলটির ৬০৮ নম্বর শিততাপ নিয়ন্ত্রিত কক্ষটি ভাড়া নেন।

জালিয়াতির আতুরঘরখ্যাত ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ওষুধ উৎপাদন ও বাজারজাত বন্ধ করে দিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর। অভিযোগ উঠেছে এ নিষেধাজ্ঞার পরেও গোপনে অবৈধভাবে ওষুধ বাজারজাত করছে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস।

জানা গেছে, পূঁজি বাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়নখাতের কোম্পানি ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। দীর্ঘদিন থেকে প্রতিষ্ঠানটিতে জালিয়াতির অভিযোগ রয়েছে ব্যবস্থাপনা পরিচালক এএফএম আনোয়ারুল হক সাব্বিরসহ কর্মকর্তাদের বিরুদ্ধে। সম্প্রতি সময়ে খোঁদ ব্যবস্থাপনা পরিচালকের আপন বড়ভাই সানোয়ারুল হক সগীর ওষুধ প্রশাসনের কাছে দায়ের করা অভিযোগে কোম্পানিটির বিরুদ্ধে দীর্ঘদিন থেকে ভুয়া এবং ক্ষতিকারক ওষুধ বাজারজাতের বিষয়টি উল্লেখ করেন। এমন অভিযোগ পেয়ে বরিশাল নগরীর কলেজ রোড এলাকায় ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের কোম্পানি পরিদর্শন করে ওষুধ প্রশাসন অধিদফতরের তদন্ত টিম। সেখানে তারা অভিযোগের সত্যতা খুঁজে পান। দেখতে পান চাকচিক্যের অন্তরালে নিষিদ্ধ ও বাতিল ওষুধ বাজারজাতের দৃশ্য।

সূত্রমতে, নিষিদ্ধ ও বাতিল করা ওষুধের বিক্রি ও মজুদ দেখিয়ে বছরের পর বছর ভুয়া বার্ষিক প্রবিদেন তৈরি করে তা বিনিয়োগকারী ও নিয়ন্ত্রক সংস্থা তথা পুঁজিবাজারের কাছে প্রকাশ করে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। নেট বিক্রি বাড়ানোর মাধ্যমে ইপিএস বৃদ্ধি দেখিয়ে বরাবরই পুঁজি বাজারের সাথে প্রতারণা করে আসছে প্রতিষ্ঠানটি।

সূত্রে আরও জানা গেছে, ওষুধ প্রশাসন অধিদফতর এবং লাইসেন্সিং অথরিটি (ড্রাগস) ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের ১৩ টি ওষুধ উৎপাদন ও মওজুদ, বিক্রয়ের জন্য বিতরণ ও প্রদর্শন নিষিদ্ধ করে। ওষুধগুলো হলো-ইন্দোফেনাক ১০০ এসআর ক্যাপসুল, কোট্রিমক্স ডিএস ট্যাবলেট, টেনসারিল ট্যাবলেট, ইন্দোস্টিন-আর ১৫০ ট্যাবলেট, কোটিমক্স সাসপেনসন, মেট্রল সাসপেনসন, মেট্রল ট্যাবলেট, ইন্দোপ্লেক্স-বি ট্যাবলেট, প্যারাসিটামল ট্যাবলেট, রিবোফ্লাভিন ট্যাবলেট, ইন্দোফ্লক্স ক্যাপসুল, ইন্দোমক্সিন ক্যাপসুল এবং ইনডক্স ক্যাপসুল।

অভিযোগে জানা গেছে, ২০২০ সালের ১৪ ডিসেম্বর ওষুধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে অভিযোগ করেন প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক সানোয়ারুল হক সগীর। অভিযোগে তিনি উল্লেখ করেন, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যাল দীর্ঘদিন থেকে অধীনস্ত অধিদপ্তরের কতিপয় কর্মকর্তার সহযোগিতায় অনুমোদনহীন এবং মান-বহির্ভূত, ওষুধ প্রশাসন অধিদফতর ও উচ্চ আদালত কর্তৃক নিষিদ্ধকৃত পণ্য উৎপাদন করে বাজারজাত করে আসছে।

ইতিপূর্বে র‌্যাব-৮’র সদস্যরা ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসে অভিযান পরিচালনা করে অভিযোগের সত্যতা পান। সেখান থেকে জব্দ করেন অনুমোদনহীন ও নিষিদ্ধ ওষুধের প্যাকিং মেটারিয়াস। সবশেষ গত বছরের শেষের দিকে ওষুধ প্রশাসনের ঢাকার তদন্ত টিম এসেও অভিযোগের প্রমাণ পান।

এর পরিপ্রেক্ষিতে চলতি বছরের গত ৪ মার্চ ওষুধ প্রশাসন অধিদফতর থেকে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ওষুধ উৎপাদন ও বাজারজাত নিষিদ্ধ করে চিঠি প্রদান করেন। যা গ্রহণও করেছে ইন্দো-বাংলা ফার্মা কর্তৃপক্ষ। চিঠি পেয়েও তাদের উৎপাদিত ভেজাল এবং নকল ওষুধ বাজারজাত অব্যাহত রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এমন অভিযোগের ভিত্তিতে ওষুধ প্রশাসন অধিদফতরের বরিশাল তত্ত্বাবধায়ক কার্যালয়ের একটি টিম সেখানে অভিযান পরিচালনা করে অবৈধভাবে ওষুধ বাজারজাতের বিষয়টি প্রত্যক্ষ করেন এবং তাদের সতর্ক করে দিয়েছেন। এরপরেও প্রতিষ্ঠানটিতে উৎপাদিত ওষুধ বাজারজাত অব্যাহত রয়েছে বলেও সংশ্লিষ্টরা অভিযোগ করেন।

ওষুধ বাজারজাত নিষিদ্ধ করার বিষয়টি ওষুধ প্রশাসনের বরিশাল তত্ত্বাবধায়ক কার্যালয়ের একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করে নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিষয়টি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।