পৌর নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্রীয় বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপনের বরিশাল নগরীর বাসভবনে দফায় দফায় হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। বিএনপি নেতার অভিযোগ, হামলায় গৌরনদী বিএনপি ও ছাত্রদলের চার নেতা আহত হয়েছেন। এছাড়া বাসার টেবিল-চেয়ার ও আসবাব ভাঙচুর করা হয়েছে।

রোববার (১৭ জানুয়ারি) দুপুর ১টা থেকে ২টার মধ্যে জহির উদ্দিন স্বপনের নগরীর ভাটিখানার প্রথম গলির বাসভবনে দুই দফায় এ হামলার ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন- গৌরনদী বিএনপির শামসুল আলম, মোয়াজ্জেম হোসেন এবং ছাত্রদল নেতা হাফিজুল ইসলাম ও তুহিন।

জহির উদ্দিন স্বপন বলেন, শোকসভায় অংশ নিতে তিনি শনিবার (১৬ জানুয়ারি) ঢাকা থেকে বরিশালে আসেন। এ খবর শুনে রোববার বেলা ১১টার দিকে তার বাসায় আসেন গৌরনদী পৌর নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী জহির সাজ্জাদ হান্নানসহ গৌরনদী বিএনপি ও ছাত্রদলের শতাধিক নেতাকর্মী। এরপর বাসভবনে বসে তিনি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেন। হঠাৎ দুপুর ১টার দিকে ১০-১২টি মোটরসাইকেলে করে গৌরনদী পৌর নির্বাচনের আওয়ামী লীগের মেয়র প্রার্থীর ২০-২৫ জন কর্মী-সমর্থক বাসভবনে প্রবেশ করে চেয়ার-টেবিল ভাঙচুর করেন।

 

এ ঘটনার ঘণ্টাখানেক পরে ফের তারা হামলা চালান। এসময় তাদের কাছে রামদা ও ধারালো অস্ত্র ছিল। হমলাকারীরা বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীদের মারধর করেন।

তারা যাওয়ার আগে গৌরনদী পৌর নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. ফরহাদের কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেন। তাছাড়া হামলাকারীরা বিএনপি নেতাকর্মীদের তিনটি স্মার্টফোন ছিনিয়ে নিয়ে যান।

কেন্দ্রীয় বিএনপি নেতা আরও অভিযোগ করেন, গত সংসদ নির্বাচনে প্রার্থিতা করায় তিনি তার নিজ এলাকা গৌরনদীতে যেতে পারছেন না। সেখানে গেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা হামলা করছেন। এ অবস্থার কারণে তিনি বরিশাল নগরীর বাসায় গৌরনদী বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানেও হামলা করা হলো। বিষয়টি নিন্দনীয়।

জহির উদ্দিন স্বপন বলেন, ‘গৌরনদী পৌর নির্বাচনে বিএনপিকে দূরে রাখতে সন্ত্রাস ও নৈরাজ্য চালাচ্ছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। ভোট ডাকাতির নীলনকশা বাস্তবায়ন করার চেষ্টা করছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা।’

 

বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জানান, ঝামেলার খবর শুনে জহির উদ্দিন স্বপনের বাসায় পুলিশ গিয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে স্বপনের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

গৌরনদী পৌরসভা নির্বাচন আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র হারিছুর রহমান হারিছ ও বিএনপির প্রার্থী জহির সাজ্জাদ হান্নান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নিজস্ব প্রতিবেদক :: ঘর ছেড়ে যাওয়া বিদ্রোহী স্ত্রীর সাথে ফেসবুক লাইভে নিজের ভুল স্বীকার করে অনুতপ্ত এবং ফিরে আসার আকুতি জানিয়ে সায় না পাওয়ায় জ্যোতি নামক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার দিবাগত রাত ২টায় রাগ-অনুরাগের অর্ধঘণ্টার স্বামী-স্ত্রীর এই বাতচিত শেষে ওই যুবককে মৃত অবস্থায় ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

কাউনিয়া জানুকিসিংহ সড়কের মুন্সিবাড়ির এই ট্রাজেডিময় ঘটনা ওই রাতেই জানাজানি হয়ে যাওয়ার পর পুলিশ সকালে তার মৃতদেহ উদ্ধার করে।

এক সময়কার কমিউনিস্ট পার্টির নেতা প্রয়াত কাশেম মুন্সির পুত্র ৪৫ উর্ধ্ব যুবক জ্যোতি পেশায় কসমেটিক সরবরাহকারী। সেই সূত্রে ঢাকায় বসবাস অবস্থায় পরকীয়া সম্পর্কে জড়িয়ে সেখানকার এক পুলিশ সদস্যের স্ত্রীকে সন্তানসহ বাগিয়ে এনে বিবাহ করে। এর পর থেকেই এই দম্পতি কাউনিয়ার নিজ বাড়িতে বসবাস করলেও তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না, প্রায় ঝগড়া বিবাদ লেগেই থাকতো। পড়শীরা জানায়, অতি সম্প্রতি অভিমান কারে স্ত্রী সন্তানসহ ঢাকায় বাবার বাড়িতে চলে যায়।

পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার রাতে জ্যোতি ঘরে ফিরে একাকী অবস্থান করার একপর্যায় ফেসবুক ভিডিওকলে স্ত্রীর অভিমান ভাঙাতে প্রায় অর্ধঘণ্টা ডাক-চিৎকার দিয়ে কথা বলতে থাকেন। তার অনুরোধ ছিলো বরিশালে ফিরে আসার।

অনেকটা অভিনয়ের আদলে এ সময় জ্যোতি গলায় ফাঁস দিয়ে ফ্যানের সাথে টাঙিয়ে স্ত্রীকে নিজের জীবন বিসর্জন দেওয়ার স্পর্শকাতর আলাপচারিতায় তাকে ফিরে আসার অনুরোধ রেখে চলছিলো। জ্যোতি তার নিজ ফেসবুক অ্যাকাউন্টে এ দৃশ্য লাইভ আকারে তখন প্রকাশ ও করে। কিন্তু জ্যোতির স্ত্রীর ধারনা ছিলো এ ধরনের কাহিনীর ইতিপূর্বে আশ্রয় নিয়ে তার মন দুর্বল করেছিল। এবারও বুঝি সেই কৌশল নিয়েছে। একপর্যায় জ্যোতির মানসিকতা মৃত্যুকেই আলিঙ্গন করতে যাচ্ছে, অনুমান করে দ্রুত তিনি জ্যোতির পার্শ্ববর্তী নিকট আত্মীদের বিষয়টি জানায়। স্বজনরা খবর পেয়ে ডাকাডাকি শুরু করলে ততক্ষণে যুবক সত্যিই মৃত্যুকে আলিঙ্গন করেছে। ডাকাডাকিতে কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে দেখে ঘরের ফ্যানের সাথে জ্যোতির মৃতদেহ ঝুলছে।

নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়ে এই প্রতিবেদককে বলেন, জ্যোতির এটা দ্বিতীয় বিবাহ। এর আগে ঢাকায় থাকা অবস্থায় প্রভাবশালী একটি পরিবারের এক মেয়েকে বছর আট এক পূর্বে বিবাহ করেছিল। ওই ঘরে তার একটি কণ্যাসন্তান রয়েছে। সেই অবস্থায় প্রথমা স্ত্রীর অগোচরে পরকীয়া প্রেম অত:পর বিয়ে করলে তার ঢাকায় থাকা দায় হয়ে পড়ে। প্রথমা স্ত্রী সেচ্ছায় ডিভোর্স দিয়ে তার বিরুদ্ধে অবস্থান অন্যদিকে জনৈক এক পুলিশ সদস্য তার বউ বাগিয়ে নেওয়ায় তিনিও জ্যোতির পিছু নেয়। পরিস্থিতিগত কারণে এই যুবক দ্বিতীয় ও সেই ঘরের এক সন্তান নিজ এলাকা বরিশালে এসে স্থায়ী বসবাস শুরু করে। কিন্তু প্রেমের বিবাহে সুখের বদলে বিরহে প্রায়শই এই দম্পতির মধ্যে ঝগড়া লেগেই থাকতো।

গত শনিবার গভীর রাতে শেষবারের মতো ফেসবুক লাইভে এসে সিনেমা স্টাইলে স্ত্রীকে ঘরে ফিরে আনার অভিনয়ের শেষান্তে সত্যিই মৃত্যুকে বেছে নিলেন, হয়তো স্বদিচ্ছায় নয়, অভিনয় করতে গিয়ে গলায় ফাঁস এটে মারা গেলেন কিনা তা নিয়ে চলছে এলাকায় কানাঘুষা। পুলিশ রোববার সকালে খবর পেয়ে লাশ উদ্ধারের পর ময়নাতদন্ত শেষে গতকালই পরিবারের কাছে হস্তান্তর করে। বিকালে তার দাফন কাজ সম্পন্ন হয়। কিন্তু দুই স্ত্রীর কেউ মৃতদেহ দেখতে আসেনি।’

গত ০৬ জানুয়ারি ২০২১ দৈনিক বাংলাদেশ বাণীসহ স্থানীয় কয়েকটি পত্রিকায় প্রকাশিত মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা শিরােনামের সংবাদ বক্তব্য ভিন্নমত প্রসঙ্গে। মোঃ জসিম উনি খান, পিতা- মৃত আছমত আলী খান, ২৫নং ওয়ার্ড রুপাতলী, বরিশাল। আমি আব্দুল মান্নান এর নিজ

মালিকাধীন নগর প্লাজার কিছু স্টল ভাড়া নিয়ে একটি সানিটারী ও টাইলস এর
দোকান পরিচালনা করিয়া আসিতেছি জসিম উদ্দিন খান। গত ০১/১১/২০১৩
তারিখ এক চুক্তির মাধ্যমে মােঃ জসিম উদ্দিন খান ভাড়া নেয়। যাহার
মেয়াদ শেষ হয় ৩০/১০/২০১৭ইং তারিখ। যাহার চুক্তির মেয়াদ শেষ হওয়ার
পরে আমার ও আমার ভাড়াটিয়া মােঃ জসিম খান এর মধ্যে পুনরায় চুক্তির
লক্ষে ৩টি স্ট্যাম্প ক্রয় করা হয়। পরবর্তীতে ভাড়াটিয়া জসিম উদ্দিন খান
স্ট্যাম্প নিজ জিম্মায় রেখে নতুন কোন চুক্তি করতে গড়িমসি করেন এবং সময়
মত ঠিক-ঠাক ভাড়া পরিশােধ না করে একটি দ্বন্দ্বের সৃষ্টি হওয়ায়
১০/০৭/২০১৭ইং তারিখ একটি সাদা কাগজে আরেকটি চুক্তি হয় যাহাতে
উভয়ের স্বাক্ষর আছে। কিন্তু এই সাদা কাগজের চুক্তি মােঃ জসিম উদ্দিন খান
না মেনে জোড় জবর দখল কয়ে ভাড়া না দিয়ে আমার স্টল গুলােতে ব্যবসা
পরিচালনা করিয়া আসিতেছে। যাহাতে করে তাহার নিকট অনেক টাকা পাওয়া
হয়। এবং পাওনা টাকা চাইতে গেলে আমাকে ০৯/০১/২০২০
তারিখ
রক্তাক্ত জখম করে এবং মোবাইল ছিনতাই করাসহ বিভিন্ন অপরাধ সংগঠিত
করে। পরবর্তী সময় আমার ছেলের কাছে টাকা চাওয়াসহ, প্রতারণা, হুমকি,
মানহানীকর গালিগালাজ শারীরিক নির্যাতন, টাকা ছিনতাই, চুরিসহ বিভিন্ন ভাবে
হুমকি দিয়ে আসিতেছে। অতপর ০৬/০১/২০২০ ইং তারিখে অত্র পত্রিকায়
আমার নামে মিথ্যা সংবাদ প্রকাশ করে যে, আমি মােঃ জসিম খানকে জামাত
ইসলামী বাংলাদেশের একটি সদস্য পদে যােগদানসহ আরাে ৫০ জন সদস্য
দেওয়ার জন্য অনুরোধ করি। মূলত অত্র সংবাদটি মিথ্যা যা আমার নামে প্রকাশ
করিয়া আমার পাওনা টাকা আত্মসাৎ করিয়া পাতাৱা মাতৃ। তাহার বক্তব্যেই
প্রকাশ পায় যে আমাদের মধ্যে দোকান ভাড়া সংক্রান্ত বিষয়ে একটি দ্বন্দ্ব চলমান
এবং বিজ্ঞ আদালতে বিভিন্ন মােকাদ্দমা চলমান রইয়াছে। বিভিন্ন ভাড়াটিয়া মাস্তান ধারা জসিম খান আমাকে ভয় দেখাই যা আমার ভাড়া দেওয়া স্টল না ছাড়িয়া
ও ভাড়া পরিশােধ না করিয়া জোর জবর দখল করিতেছে। প্রকৃতপক্ষে আমি
একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব যাহা অর্জন স্বীকৃত। কিন্তু ইসলাম আমায় ধর্ম
বিদায় ইসলামিক নীতি অনুসরন করি। জসিম উদ্দিন খান এর সহিত আমার
দোকান ভাড়া নিয়ে দ্বন্দ্বের কারনে উক্তরুপ মিথ্যাচার করিতেছে। তাহার নিকট
হইতে আমি কখনাে কোন চুক্তির মাধ্যমে ২৯ লাখ টাকা গ্রহন করি নাই। সে অবৈধ ভাবে আমার স্টলে ব্যবসা পরিচালনা করে আসিতেছে।
দোকানে তালা বন্ধ করা ও বিদ্যুতের সংযোগ কাটার বিষয়ে মিথ্যাচার করে।
জসিম খান আমার সততার সুযােগ নিয়ে বিভিন্ন সময়ে আমার কাছ থেকে টাকা
ধার বাবদ নিয়েছে। যা এখন পর্যন্ত পরিশােধ করে নাই। তদুপরি জসিম
আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা ও মিথ্যা অভিযােগ এনে অর্থ আত্নসাৎ ও অবৈধ
জবরদখল এর মতাে অপকর্মে লিপ্ত রয়েছে।এমত অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে
আমার বিনীত আবেদন জসিম খানের নিকট হইতে আমার
পাওনা টাকা প্রাপ্তি সাপেক্ষে আমার স্টল বুঝিয়া পাইতে পারি তা সুব্যবস্থার মর্জি
হন।
নিবেদক
আব্দুল মান্নান
পিতা- তানজের আলী
নগর প্লাজা, রুপাতলী বরিশাল।

শামীম আহমেদ :: আজ (১০ই) জানুয়ারী স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, জেলা ও মহানগর আওয়ামীলীগ, কৃষকলীগ, শ্রমীকলীগ, জেলা ও মহানগর যুবলীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা। আজ রোববার সকাল নয়টায় নগরীর শহীদ সোহেল চত্বরে দলীয় কার্যালয় সংলগ্নে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এখানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন, বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুচ, জেলা আওয়ামী লীগ সদস্য ও সংরক্ষিত সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মিরা, মহানগর আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট একে এম জাহাঙ্গীর হোসাইনসহ যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগসহ অঙ্গ সংগঠনের নেতারা।

এছাড়াও এখানে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন সমাজিক সংগঠনের নেতা কর্মীরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। দিবসটি উপলক্ষে বিকেলে দলীয় কার্যালয়ের সমানে অলোচনা সভার আয়োজন করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ।

শামীম আহমেদ :: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলায় গ্রেফতারী পরোয়ানার প্রতিবাদে বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল পুলিশ বাধা দিয়ে পন্ড করে দেয়। আজ রবিবার (১০) জানুয়ারী সকাল ১১টায় বরিশাল জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ডাক দেয়।

বরিশাল মহানগর স্বেচ্ছাসেবকদল সভাপতি মাহবুবুর রহমান পিন্টুর সভাপতিত্বে বিক্ষোভ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, মহানগর স্বোচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মসিউর রহমান মঞ্জু, সহ-সভাপতি নুরুল মোমিন কোটন, সহ-সভাপতি মতিউর রহমান মিঠু, যুগ্ম সম্পাদক তারেক সোলাইমান, প্রচার সম্পাদক ডাঃ আরিফুর রহমান আনিস, মুসা, কামাল হোসেন, বাবুল খান সহ বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার শুধু বিএনপির ভোটের অধিকার নষ্ট করে নাই। তারা সারা দেশের সাধারণ মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে।

তাই আন্দোলন-সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সকল কর্মীরা আন্দোলনে রাজ পথে লড়াইয়ের মধ্যদিয়ে সাধারণ মানুষের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য কাজ করার অঙ্গিকার করেন।

পরে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের সড়কে উঠার চেষ্টা করা হলে পুলিশ মিছিলে ব্যাড়িকেড সৃষ্টি করে বিক্ষোভ মিছিল পন্ড করে দেয়।

ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠির কাঁঠালিয়ার বলতলা ছয়ঘর গ্রামে শনিবার রাতে রুবেল খান (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ৭ বছর আগে তার বাবা আব্দুল বারেক খান এবং তিন বছর আগে বড় ভাই রাসেল খানকেও একইভাবে খুন করা হয়।

শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় সাংবাদিকদের বলেন, হত্যার কারণ এখনও জানা যায়নি এবং এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

 

গত ৬ জানুয়ারি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক  আমার  সংবাদ পএিকায় ভোলার বোরহানউদ্দিন মীর্জা কালু মাছ ঘাট থেকে ঝাটকা ইলিশ পাচার প্রশাসনের নাম ভাঙ্গিয়ে ঝুড়ি প্রতি ১ হাজার টাকা চাদা তোলে হেলাল এই শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয় যা মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। প্রকৃতপক্ষে আমি হেলাল ভূইয়া এক জন মাছ ব্যবসায়ী। কিছু কুচক্রী মহল ব্যবসায়ীক সম্মান নস্ট করতে সাংবাদিক ভাইদের ভুল ও মিথ্যা তথ্য দিয়ে  আমাকে  সমাজে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। আমি এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

নিবেদক
মোঃ হেলাল ভূইয়া
মাছ ব্যবসায়ী
ভোলা বোরহানউদ্দিন।

নগরীর ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের জন্মদিন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানান ওয়ার্ড আওয়ামীলীগের অঙ্গসংগঠনের সকল নেতা কর্মীরা।

 

গত ২৮ডিসেম্বর সোমবার বরিশাল থেকে প্রকাশিত বেশ কয়েকটি পত্রিকায় ” নগরীর পলাশপুরে ছাত্রলীগ নেতা সজিব ভূঁইয়ার বিরুদ্বে জমি দখলের অভিযোগ” শিরোনাম সহ বিভিন্ন শিরোনামে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তা সম্পূন্য মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমি কখনই কোন জমি দখলের সাথে জড়িত ছিলাম না, বর্তমানেও নেই। সজিব ভূইয়া আমার নিকটতম আত্বিয়। মূলত- সংবাদে উল্লেখিত জমি ২০০৫ সালে আজহার আলী সিকদারের ওয়ারিস সূত্রে (ছেলে) মালিক নূর ইসলাম সিকদার গং সহ মোট ৭জনের কাছ থেকে আমার স্ত্রী পিয়ারা বেগম সহ ৬টি দলিলে জে.এল নং ৬২ চরবদনা মৌজায় এস.এ সৃজিত খতিয়ান নং ৪৫৩ এস.এ দাগ নং ৪০১, জমির পরিমান ২০শতাংশ এবং একই দাগে এনায়েত করিম নয়নের কাছ থেকে ১০ শতাংশ ১৬/০৪/২০১৩ সালে ক্রয় করেন। সংবাদে উল্লেখিত সজিব, মিরাজ, রনি দেওয়ান, মন্নান, রুস্তুুম আলী খান, আজিজ খান, পিয়ারা বেগম, দোলন বেগম অন্যান্নরা যথেষ্ট ভালো মানুষ
প্রকৃত পক্ষে এক শ্রেনীর কূচক্রী মহল আমার ও আমার পরিবারের দীর্ঘদিনের সুনাম নষ্ট করতে সাংবাদিক ভাইদেরকে ভুল ও মিথ্যা তথ্য দিয়ে এমন মিথ্যা সংবাদ প্রকাশ করায় আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

নিবেদক-
পিয়ারা বেগম,
পলাশপুর, ৫নং ওয়ার্ড, বরিশাল।

বরিশালে ৭ বছর পর কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো মহানগর যুবদলের কর্মী সভা। রোববার (২৭ ডিসেম্বর) সকাল ১১টায় বরিশাল প্রেসক্লাবে শুরু হয় এই সভা।এতে প্রধান অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বরিশাল বিভাগীয় টিমের প্রধান মোনায়েম মুন্না।
তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, কেন্দ্রের নির্দেশ পালনের জন্য সকল কর্মীদের প্রস্তুত থাকতে হবে। রাজনৈতিক কার্যক্রমের পাশাপাশি দেশ ও জনগণের সেবায় কর্মীদের কাজ করার নির্দেশনা দেন তিনি। এছাড়া দলীয় অভ্যন্তরীণ বিভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি।মহানগর যুবদল সভাপতি অ্যাডভোকেট আকতারুজ্জামান শামীমের সভাপতিত্বে কর্মী সভায় বক্তৃতা করেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক ইমাম হোসেন, সহ-সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম। সভায় মহানগর যুবদল এবং এর আওতাধীন বিভিন্ন ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে ২০১৩ সালে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে বরিশাল মহানগর যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়।