TT Ads

 

গত ২৮ডিসেম্বর সোমবার বরিশাল থেকে প্রকাশিত বেশ কয়েকটি পত্রিকায় ” নগরীর পলাশপুরে ছাত্রলীগ নেতা সজিব ভূঁইয়ার বিরুদ্বে জমি দখলের অভিযোগ” শিরোনাম সহ বিভিন্ন শিরোনামে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তা সম্পূন্য মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমি কখনই কোন জমি দখলের সাথে জড়িত ছিলাম না, বর্তমানেও নেই। সজিব ভূইয়া আমার নিকটতম আত্বিয়। মূলত- সংবাদে উল্লেখিত জমি ২০০৫ সালে আজহার আলী সিকদারের ওয়ারিস সূত্রে (ছেলে) মালিক নূর ইসলাম সিকদার গং সহ মোট ৭জনের কাছ থেকে আমার স্ত্রী পিয়ারা বেগম সহ ৬টি দলিলে জে.এল নং ৬২ চরবদনা মৌজায় এস.এ সৃজিত খতিয়ান নং ৪৫৩ এস.এ দাগ নং ৪০১, জমির পরিমান ২০শতাংশ এবং একই দাগে এনায়েত করিম নয়নের কাছ থেকে ১০ শতাংশ ১৬/০৪/২০১৩ সালে ক্রয় করেন। সংবাদে উল্লেখিত সজিব, মিরাজ, রনি দেওয়ান, মন্নান, রুস্তুুম আলী খান, আজিজ খান, পিয়ারা বেগম, দোলন বেগম অন্যান্নরা যথেষ্ট ভালো মানুষ
প্রকৃত পক্ষে এক শ্রেনীর কূচক্রী মহল আমার ও আমার পরিবারের দীর্ঘদিনের সুনাম নষ্ট করতে সাংবাদিক ভাইদেরকে ভুল ও মিথ্যা তথ্য দিয়ে এমন মিথ্যা সংবাদ প্রকাশ করায় আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

নিবেদক-
পিয়ারা বেগম,
পলাশপুর, ৫নং ওয়ার্ড, বরিশাল।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *