TT Ads

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি :: ভোলার চরফ্যাশনের শশীভূষণে চেতনানাশক ওষুধ খাইয়ে সৌদি প্রবাসী ঘর ডাকাতি করে স্বর্ণলংকারসহ টাকা পয়সা নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বুধবার গভীর রাতে শশীভূষণ ২নং ওয়ার্ডের নুরু মোহাম্মদ বেপারী বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। এসময় চেতনাশাক খাবার খেয়ে আহত হয়েছেন, রাশেদা (৬৫), রুমা খানম (৩২), জসিম (৫০),রতনা (১৫), জিহাদ (১৪), জাবেদ হোসেন (৪) সহ ৬ জন আহত হয়েছের। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চরফ্যাশন সদর হাসপাতাল ভর্তি করেছেন।

এলাকা সূত্রে জানা গেছে, বুধবার রাতে শশীভূষণ ২ নং ওয়র্ডের নুরু মোহাম্মদ বেপারী বাড়ির সৌদি প্রবাসী নুর হোসেনের বসত ঘরে একদল দুর্বৃত্তরা খাবারের সাথে চেতনাশাক মিশিয়ে দেয়। ওই খাবার খেয়ে আহতরা অচেতন হয়ে পরেন। এসময় দুর্বৃত্তরা ঘরের দরজা ভেঙে ঢুকে আলমারি ভেঙে প্রায় ৭ ভড়ি স্বর্ণলংকার, নগদ টাকাসহ প্রায় ৭ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়।

এব্যাপারে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটার সত্যতা পেয়েছেন। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *