#

নিজস্ব প্রতিবেদক:

#

বরিশাল নগরীর ২৪ নং ওয়ার্ডে সড়ক ও জনপদের সম্পত্তি অবৈধভাবে দেদারছে দখল করছে কবির হোসেন ওরফে মার্ডার কবির নামের এক ব্যক্তি। এরআগে সড়ক ও জনপদের ৫০ শতাংশ সম্পত্তি দখল করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তুলে ভাড়া দিচ্ছে। ৫৬ নং রুপাতলী মৌজার পুরাতন ফেরীঘাট রাস্তার মীরাবাড়ির পুল সংলগ্ন সড়ক ও জনপদের সড়কের পাশে থাকা জলাশয় দখল সন্ত্রাস চালিয়ে আসছে কবির। ১০ ফেব্রয়ারী বুধবার সকাল ৯টায় সরেজমিনে ডোবার জলাশয় এর অধিকাংশই বালু ফেলে ভরাট করেছে কবির হোসেন। পুরোপুরি ভরাট করতে বালু ফেলা হচ্ছে। সড়ক ও জনপদের সম্পত্তি অবৈধপন্থায় দখলের বিষয়ে বরিশালে দায়িত্বশীল ওই প্রতিষ্ঠানের কর্মকর্তাকে এলাকা থেকে কয়েকবার সেলফোনে অবহিত করা হলেও তিনি কোন কর্নপাত করেননি। সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী খালেদ সাহেদ এ বিষয়ে সেলফোনে বলেন, কবির হোসেনের বিরুদ্ধে ইতিপূর্বে আরো সড়ক ও জনপদের সম্পত্তি দখলের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। ওদিকে, সড়ক ও জনপদের দায়িত্বশীল কর্মকর্তা সম্পত্তি দখলকারী কবিরের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বললেও তিনি বিষয়টিকে কোন গুরুত্ব দেননি। সম্পত্তি দখলে ভরাট ঠিকই চলমান রয়েছে। অভিযুক্ত কবির বলেন, এটা সড়ক ও জনপদের সম্পত্তি হলে তারা নিয়ে যাক। বলাবাহুল্য : আজাদ নামের এক রং মিস্ত্রীকে হত্যা করার অভিযোগ রয়েছে কবিরের বিরুদ্ধে। সেই থেকে কবিরের সন্ত্রাসী কর্মকান্ডে এলাকার শান্তিপ্রিয় নারী পুরুষ আতংকিত। তারা কবির ওরফে মার্ডার কবিরের ভয়ে মুখ খুলতে পারছেন না।

#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here