#

 

#

নিজস্ব প্রতিবেদকঃ চরমোনাইর ৩ দিনব্যাপী বার্ষিক মাহফিলের ২য় দিন বৃহস্পতিবার আল্লাহ জিকিরের ধ্বণিতে মুখরিত হয়ে উঠেছে ময়দান।সন্ধ্যায় ইসলামী আন্দোলনের নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীম বয়ান করেন।বয়ানে তিনি বলেন,অন্তরের রোগ পরিস্কার করতে সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করতে হবে।দৈনন্দিন জীবনে রাজনৈতিক,সামাজিক বা ব্যক্তিগত প্রতিটা কাজে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে।অন্যথায় কেহ মুমিন হতে পারবেনা।ঈমান ছাড়া কারো মৃত্যু হলে তার ঠিকানা হবে জাহান্নাম।প্রতিদিন ফজর ও মাগরীবের নামাজের পর পীর সাহেব-এর বয়ান ছাড়াও দেশবরেণ্য ওলামায়ে কেরাম বয়ান পেশ করবেন। ওলাময়ে কেরামের মধ্যে রয়েছেন, মাওলানা মোবারক করীম, প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মুফতী সৈয়দ মো: ফয়জুল করীম, মুফতী সৈয়দ এছহাক মো: আবুল খায়ের, মাওলানা নুরুল হুদা ফয়েজী, প্রমুখ। বয়ানে বক্তারা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে দুনিয়ার লোভ লালসা ত্যাগ করে একমাত্র আল্লাহর সন্তুষ্টিতে সকল কাজকর্ম করার উপদেশ দেন। কুরআন হাদিসের উদ্বৃতি দিয়ে জাহান্নামের ভয়াবহতা বর্ননা করেন এবং জান্নাতের নেয়ামতের বিবরণ দেন। জাহান্নামের ভয়াবহতার বর্ননা শুনে মাহফিলে আসা মুসুল্লিরা কান্নায় ভেঙে পড়েন।

#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here