#

কোস্ট গার্ড কন্টিনজেন্ট রায়পুর থানাধীন পুরানবেড়ী ঘাট সংলগ্ন এলাকায় মেঘনা নদীতে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রসহ ৭ ডাকাত সদস্যকে আটক করেছে।

#

বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করে বলে আজ কোস্ট গার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীতে ডাকাতির প্রস্তুতিকালে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন মেঘনা নদীতে সন্দেহজনক দুইটি নৌকা থামার জন্য সংকেত দেয়া হলে ডাকাত দল নৌকাসহ পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে একটি নৌকা ও ডাকাত দলের ৭ সদস্যকে আটক করে। পরবর্তীতে জব্দকৃত নৌকাটি তল্লাশি করে ৫টি রামদা, ১টি চোখা রাকসা, ১টি লোহার পাইপ এবং ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করে।

আটককৃতরা হলো- আক্তার মোল্লা (২৮), দীন ইসলাম হাওলাদার (২৫), বাকের শিকদার (২৬), মোক্তার মোল্লা (২০), ইসমাইল মোল্লা (২২), আক্তার রারী (২৩) এবং শফিক হাওলাদার (২১)।

আটককৃত সদস্যরা সবাই বরিশাল জেলার হিজলা থানার মান্দ্রা চর খুশিরা গ্রামের বাসিন্দা।

পরবর্তীতে আটককৃত ডাকাতদের চাইনিজ কুড়াল, রামদা ও দেশীয় অস্ত্রসহ রায়পুর থানায় হস্তান্তর করা হয়।

#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here