র্যাব-৮, বরিশাল সিপিএসসি কোম্পানী এর একটি বিশেষ আভিযানিক দল ২২ মার্চ ২০২১ তারিখ বরিশাল মহানগরীর কোতয়ালী থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আনুমানিক ১৬.৩৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরিশাল মহানগরীর কোতয়ালী থানাধীন চরমোনাই বিশ্বাসের হাট নামক বাজারে জনৈক মোঃ দুলাল হাওলাদার এর মিষ্টির দোকানের মধ্যে মাদক জাতীয় দ্রব্য ইয়াবা ক্রয় বিক্রয় হচ্ছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি ২২ মার্চ ২০২১ তারিখ আনুমানিক ১৭.৩০ ঘটিকায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০৩ (তিন) জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদে তাদের নাম (১) মোঃ আলামিন হাওলাদার(২২), পিতাঃ মোঃ আঃ ছাত্তার হাওলাদার, সাং- ইছাগুড়া, (২) মোঃ মাহামুদ(২০), পিতাঃ মোঃ আবুল কালাম, সাং- মখরম প্রতাপ, (৩) মোঃ রাহাত হোসেন গাজী(২৬), পিতাঃ মোঃ আঃ ছালাম গাজী, সাং- চরমোনাই, সর্ব থানাঃ কোতয়ালী, জেলাঃ বরিশাল বলে জানায়।
পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে আসামীদের নিকট থেকে ৭৬ (ছিয়াত্তর) পিচ ইয়াবা এবং মাদক বিক্রয়ের নগদ ৫৫০ (পাঁচ শত) টাকা উদ্ধার করে।
র্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ সাইফুল ইসলাম বাদী হয়ে বরিশাল মহানগরীর কোতয়ালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব-৮।